বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার

বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার

১. হাসান সাহেব কয়েক মাস আগে বিদেশ থেকে ফিরেছেন। তিনি প্রায়ই জ্বরে আক্রান্ত হন এবং শরীরে অবসাদ অনুভব করেন। গ্রাম্য ডাক্তারকে দেখিয়ে জ্বর কমে যায়। কিছুদিনের মধ্যে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হলেন। এবার শহরে গিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেন। ডাক্তারকে তিনি সব খুলে বললেন। তারপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেল তার এইডস হয়েছে।

ক. এইডস এ আক্রান্ত ব্যক্তির শেষ পরিণতি কী?

খ. এইডস-এর প্রধান তিনটি লক্ষণ লেখো।

গ. কোন ধরনের লক্ষণ দেখা গেলে এইডস হয়েছে ধারণা করবে? ব্যাখ্যা কর।

ঘ. “শুধুমাত্র দৈহিক মিলনের মাধ্যমে এইডস সংক্রমণ ঘটে না”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

 

২. রহিম চাকরি সূত্রে ৫ বছর যাবৎ দক্ষিণ আফ্রিকায় বসবাসের পর সম্প্রতি দেশে ফিরে আসে। আসার পর স্ত্রী লক্ষ করল তার মধ্যে আর সেই ৫ বছর আগের কর্মচাঞ্চল্য নেই। সে সব সময় ঘরে শুয়ে থাকে এবং তার শরীরে নানা উপসর্গ দেখা দেয়। এই অবস্থায় সে এক অজানা আশঙ্কায় থাকে। তার স্ত্রী নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গেলে তারা জানান যে রহিমের রক্ত পরীক্ষা করতে হবে।

 

ক. এইডস থেকে বাঁচার একমাত্র উপায় কী?

খ. এইচআইভি/এইডস প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সংক্ষেপে লেখো।

গ. রহিমের সম্ভাব্য অসুখটি শনাক্ত করে এবং এ ব্যাপারে তার স্ত্রীর করণীয় কী তা আলোচনা কর।

ঘ. রহিমের মতো হাজারও প্রবাসী বাঙালিকে এই সম্ভাব্য রোগের আক্রমণ হতে বাঁচাতে সরকারিভাবে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তুমি মনে কর।

 

৩. নিলয় ও নিতু নবম শ্রেণিতে পড়ে। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে পড়াশোনা করে। তাছাড়া একই এলাকায় থাকার ফলে তাদের মধ্যে বন্ধুত্ব খুবই গভীর। এইডস এর কথা তারা বিভিন্ন মাধ্যমে শুনেছে। কিন্তু এ বিষয়ে তাদের পূর্ণ ধারণা ছিল না। তারা ড. হারুন সাহেবের কাছে গিয়ে এ ব্যাপারে জানতে চাইল। তিনি বললেন এইডস এক ধরনের ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। তোমাদের মতো ছেলে-মেয়েদের এই রোগের ঝুঁকি বেশি। এছাড়াও তিনি এইডস প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। নিলয় ও নিতু খুশি হয়ে এইডসবিরোধী প্রচারণা চালানোর শপথ গ্রহণ করল।

ক. SID এর পূর্ণ রূপ কী?

খ. এইডস প্রতিরোধে ‘না’ বলার জন্য কী কী করতে হবে?

গ. ড. হারুন সাহেব নিলয় ও নিতুকে এইডস প্রতিরোধে যে উপায়ের কথা বলেছেন তা লেখ।

ঘ. ‘অল্পবয়সী ছেলেমেয়েরা এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ’- বিশ্লেষণ কর।

 

৪. নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী কারা শিশু বলে বিবেচিত হবে?

খ. শিশুশ্রম নিরসনে জাতিসংঘ শিশু অধিকার সনদের ভূমিকা ব্যাখ্যা কর।

গ. চিত্রে বাংলাদেশের শ্রম আইন-২০১০-এ কোন বিষয়গুলো লঙ্ঘন করা হয়েছে ব্যাখ্যা কর।

ঘ. চিত্রের শিশুদের এ অবস্থার জন্য তুমি কি পরিবারকেই দায়ী করবে? তোমার মতামত উপস্থাপন কর।

 

৫. পত্রিকায় বিজ্ঞাপন দেখে চাকরির জন্য আবেদন করেন সামিহা। নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে সামিহা জানতে পারে টাকার বিনিময়ে অনেকে তাদের পদ নিশ্চিত করেছে। সামিহা পরীক্ষা শেষে যখন অফিস ত্যাগ করেন তখন একদল সংবাদ কর্মীকে অফিসের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন বলে দেখতে পান।

ক. জঙ্গির দ্বারা রচিত এবং প্রচারকৃত ধ্যান-ধারণা কী নামে পরিচিত?

খ. ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সেবাগ্রহীতার ফাইল বন্দি করা দুর্নীতি কেন?

গ. উদ্দীপকের কোন সামাজিক সমস্যার চিত্র ফুটে ওঠে? ব্যাখ্যা কর।

ঘ. সমস্যার সমাধানে সংবাদ কর্মীদের কোনো ভূমিকা আছে কী? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

 

৬. যানবাহন (1) ২৪% লোকের বয়স ১৫ বছরের নিচে ) ৩৯% লোকের বয়স ১৬-৫০ বছরের মধ্যে 11%

ক. জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী কারা শিশু বলে বিবেচিত হবে?

খ. জঙ্গিবাদের কারণ কী? ব্যাখ্যা কর

গ. অনুচ্ছেদে যে বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে তার প্রভাব বর্ণনা কর।

ঘ. তুমি বাংলাদেশকে উদ্দীপকে উল্লিখিত অবস্থা হতে মুক্ত রাখার জন্য কী সুপারিশ করবে? মতামত দাও।

 

৭. পত্রিকার পাতায় চোখ রাখলেই দেখা যায়, স্কুল ছাত্রীর প্রতি এসিড নিক্ষেপ, যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, মেয়েদের নিরাপত্তাহীনতা ইত্যাদি নানা বিষয়াবলি আমাদের দেশে প্রতিনিয়তই ঘটছে। বখাটে যুবক ওবায়দুলের ছুরিকাঘাতে ঢাকার স্কুল ছাত্রী সুরাইয়া আক্তার রিশার মৃত্যু নারীর প্রতি সহিংসতার একটি বাস্তব উদাহরণ। এ রকম আরও অসংখ্য ঘটনা নারী জাতির প্রতি আমাদের দায়িত্বহীনতা এবং অবহেলার পরিচয় বহন করে। অথচ দেশের অর্ধেক জনসংখ্যাই নারী।

ক. সামাজিক সমস্যা কাকে বলে?

খ. সামাজিক মূল্যবোধের অবক্ষয় ধারণাটি ব্যাখ্যা কর।

গ . উদ্দীপকের আলোকে নারীর প্রতি সহিংসতার প্রকৃতি ব্যাখ্যা কর।

ঘ . রিশার মতো মেয়েদের সহিংসতার হাত থেকে রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ কর।

 

৮. বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে দীনা তার খালার সাথে ঢাকার বাসায় থাকে। সে লক্ষ করে বাসার আশেপাশের রাস্তায়, গলিতে ১৬-১৮ বৎসর বয়সের ছেলেরা আড্ডা দিচ্ছে। কখনো বা বাজে উক্তি করছে। এসব দেখে তার মোটেও ভালো না।

ক. কত সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণীত হয়?

খ . মাতৃকল্যাণ বলতে কী বুঝ?

গ . উদ্দীপকে কোন ধরনের অপরাধ ফুটে উঠেছে? ব্যাখা কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত এ ধরনের পরিবেশ সর্বত্র চলতে থাকলে দেশটি এক সময় বসবাসের অযোগ্য হয়ে উঠবে- তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।

বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার

৯. ‘ক’ নামক ব্যক্তি কিছু দিন ধরে জ্বরে ভুগছে। সেই সাথে প্রায় সময়েই তার শরীরে লালচে দাগ, পাতলা খায়খানা ও বমিবমি ভাব থাকে। কোনো কাজেই তার তেমন মনোযোগ নাই। প্রায় সময়ই তাকে উদাসীন দেখা যায়।

ক. ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী কত বছরের কম বয়সীদের কাজে নিয়োগ করা যাবে না?

খ. জঙ্গিবাদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের ‘ক’ নামক ব্যক্তি কোন ধরনের রোগে আক্রান্ত হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. উত্ত রোগ প্রতিরোধের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

 

১০. পিন্টু দরিদ্র পরিবারের সন্তান। তার বয়স ১৩ বছর। বাধ্য হয়ে সে একটা গাড়ির গ্যারেজে কাজ করে। যেখানে সে নানাভাবে নির্যাতনের শিকার হয়। এক সময় সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং ছিনতাই করাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।

ক. বাংলাদেশে শিশুদের বয়সসীমা কত?

খ. জঙ্গিবাদ দূর করার উপায়গুলো কী কী?

গ. উদ্দীপকে বর্ণিত পিন্টুর অপরাধী হওয়ার কারণগুলো বর্ণনা কর।

ঘ. পিন্টুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কী কী ব্যবস্থা নেয়া উচিত বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

 

১১. জুয়েল পনেরো বছর বয়সের একজন কিশোর। বাবার অবর্তমানে সে নিয়মিত স্কুলে যায় না এবং স্কুলে গেলেও স্কুল পালিয়ে রাস্তার মোড়ে আড্ডা দেয় এবং অশালীন আচরণ করে। বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমে সিগারেট ধরে পরে নানারকম নেশায় আসক্ত হয়ে পড়ে।একজন সম্ভাবনাময় কিশোর এভাবে অন্ধকারে হারিয়ে যেতে থাকে।

ক . জুয়েল কোন অপরাধের অন্তর্ভুক্ত?

খ. কৌতূহল প্রবণতা কীভাবে মাদকাসত্তির সূত্রপাত ঘটায়? ব্যাখ্যা কর।

গ. এদেশের উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কীভাবে জুয়েলের ন্যায় অপরাধী হয়ে পড়ছে? তা ব্যাখ্যা কর।

ঘ. কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করলে জুয়েলের মতো কিশোররা অন্ধকারে হারিয়ে যাবে না- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

 

১২. এলিজা নিউইয়র্ক সিটির বহুতল এক ভবনে বসবাস করেন। তিনি সিটির এক স্কুলে শিক্ষকতা পেশায় জড়িত। তিনি বহুদিন যাবৎ লক্ষ করছেন নিউইয়র্ক সিটিতে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-কিশোর অপরাধ, মাদকাসক্তি, অপহরণ, আত্মহত্যা, নারী নির্যাতন ইত্যাদি ব্যাপক বেড়ে গেছে। তিনি বেশি দিন নিউইয়র্কে অবস্থান করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

ক. এসিড নিক্ষেপ নারীর প্রতি কী ধরনের সহিংসতা?

খ. এইচআইভির প্রধান কাজ শরীরের টিস্যু কোষকে ধ্বংস করা- উক্তিটি ব্যাখ্যা কর।

গ. এলিজা যেসব বিষয় লক্ষ করলেন পাঠ্যপুস্তকের আলোকে তার ব্যাখ্যা দাও।

ঘ. তুমি কি মনে কর, নিউইয়র্কের মতো ঘটনা পৃথিবীব্যাপী অব্যাহত থাকলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে? মতামতের সপক্ষে যুক্তি দাও।

 

১৩. জনাব ‘ক’ খামার বাড়ি প্রকল্পভুক্ত সমিতির ব্যবস্থাপক। ‘ক’ এর বিরুদ্ধে সদস্যদের টাকা ও ঋণের কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। খামারবাড়ি প্রকল্পের অধীনে ৫৪টি সমিতি রয়েছে। এসব সমিতির অভিযোগ, সদস্যদের নামে ৩ কোটি ৪৯ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকা ঋণ আদায় হয়েছে। বাকী টাকার কোনো হিসাব জনাব ‘ক’ দেখাতে পারেনি।

ক. সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ কী?

খ. সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে যে সামাজিক সমস্যা প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।

ঘ. ব্যাপক গণসচেতনতা পারে উক্ত সমস্যা প্রতিরোধ করতে”- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

 

১৪. একটি চায়ের স্টলে ১০/১১ বছরের কিশোর সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত কাজ করে। ছেলেটির কাজে ভুল-ত্রুটি হলে স্টলের মালিক মারধর করে। এমনকি কাপ, গ্লাস ইত্যাদি ভেঙে ফেললে ছেলেটির বেতন থেকে কেটে নেওয়া হয়।

ক. এইচআইভি ভাইরাস মানব দেহে কত মাস পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে?

খ. মাতৃকল্যাণ কী? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে আমরা যে শিশুশ্রম দেখতে পাই তার কারণগুলো ব্যাখ্যা কর।

ঘ. জাতিসংঘ শিশু অধিকার সনদ ও বাংলাদেশের শিশুশ্রম প্রতিরোধ আইনের আওতায় উদ্দীপকের শিশুশ্রম কি গ্রহণযোগ্য? বিশ্লেষণ কর।

 

১৫. নিরা সদ্য এম.এ. পাশ করে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছে। অফিসের কর্মকর্তাসহ অনেকেই অশ্লীল কথাবার্তা বলে। স্বামী দেশের বাইরে থাকার শ্বাশুড়ি, ননদ কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

ক. সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ কী?

খ. জঙ্গিবাদ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে যে ধরনের সামাজিক সমস্যার ইঙ্গিত করা হয়েছে তার প্রকৃতি ব্যাখ্যা কর।

ঘ. নিরার মত মেয়েদের এ ধরনের সমস্যা থেকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিশ্লেষণ কর।

১৬. ঘটনা-১: ব্যবসায়ী মি. ‘ক’ খুবই সহজ-সরল ব্যক্তি। কিন্তু একটি নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য তাদের আদর্শ, উদ্দেশ্য এবং হিংসাত্মক কর্মসূচি বাস্তবায়নের জন্য তার কাছে আর্থিক সহযোগিতা চান। মি ‘ক’ পরকালের শান্তির আশা করে নিজের এবং অন্যের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে দেন।

ঘটনা-২: সৎ ও আদর্শবান শিক্ষকের ছেলে মনোয়ার যোগ্যতা থাকার পরও কোথাও কোনো চাকরি পাচ্ছে না। যেখানেই সে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেখানেই অদৃশ্য কোনো কারণে অপেক্ষাকৃত কম যোগ্যদের চাকরি হচ্ছে। এতে সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

ক. ২০০২ সালে বাংলাদেশে HIV ভাইরাস বহনকারীর সংখ্যা কতজন ছিল?

খ. নারীর প্রতি সহিসংতার একটি গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা কর।

গ. ঘটনা-১-এ কোন সামাজিক সমস্যাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

ঘ. ঘটনা-২-এর সমস্যাটি একটি দেশের জাতীয় বিপর্যয়ের মূল কারণ এবং দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রতিবন্ধক- বিশ্লেষণ কর।

 

উত্তরঃ-

ক) ২০০২ সালে বাংলাদেশে HIV ভাইরাস বহনকারীর সংখ্যা ছিল ২৪৮ জন।

 

খ) নারীর প্রতি সহিংসতার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো দারিদ্র্য। দারিদ্র্য ঘোচাতে কাজের খোঁজে শহরে এসে অনেক নারী সহিংসতার শিকার হন। বাংলাদেশে অধিকাংশ দরিদ্র নারীরা পোশাক শিল্পের সাথে জড়িত। তারা রাতে কর্মস্থল থেকে ফেরার পথে যৌন নির্যাতনের শিকার হন। আবার দারিদ্র্যের কারণে অনেক কন্যা শিশু ও নারী বাসাবাড়িতে গৃহভৃত্যের কাজ করতে গিয়ে নির্যাতনের সম্মুখীন হন।

 

১৭. জঙ্গিবাদ দেশের সার্বিক উন্নয়নের পথে অন্তরায় স্বরূপ- বিশ্লেষণ করো।এরা ৩৩ ১০ বছর বয়সী দুলালকে স্কুল ছাড়িয়ে পারিবারিক অসচ্ছলতার কারণে তার মা বাবা তাকে একটি ইটের ভাটায় কাজ করার জন্য দেয়। এখানের কাজ ঝুঁকিপূর্ণ যা তার স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকিস্বরূপ।

ক. HIV এর পূর্ণরূপ লেখ।

খ. নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয় ৪টি উপায় উল্লেখ কর।

গ. উদ্দীপকে যে বিষয়টির ইঙ্গিত রয়েছে তার কারণ ব্যাখ্যা কর।

ঘ. উক্ত বিষয়টি প্রতিরোধে বাংলাদেশের প্রেক্ষাপটে গৃহীত পদক্ষেপের তাৎপর্য বিশ্লেষণ কর

 

উত্তরঃ-

ক) HIV এর পূর্ণরূপ Human Immuno Deficiency Virus.

 

খ) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয় উপায়গুলোর মাঝে নির্যাতন, সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন ও এর যথাযথ প্রয়োগ উল্লেখযোগ্য। এছাড়াও পরিবারে ছেলেমেয়ে উভয়কেই নৈতিক মূল্যবোধের শিক্ষা দান, নারী অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাটাও অত্যাবশ্যক।

 

১৮. বেকারত্ব থেকে মুক্তি পেতে শিক্ষিত যুবক কামরুল ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় গমন করে। সেখানে সে একটি ছোট মুদি ব্যবসা শুরু করে। সে লক্ষ করল আফ্রিকার ঐ এলাকায় ১২-১৩ বছর বয়সী ছেলেমেয়েরা নানা অপরাধের সাথে জড়িত। মানুষজন অতিমাত্রায় মদ পান করে। বিভিন্ন দেশের নাগরিকদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। আবার সেখানকার অনেক যুবক বিভিন্ন কারণে নিজের প্রাণনাশ করে।

ক. দুই মাসের মধ্যে এইডস রোগীর ওজন শতকরা কত ভাগের বেশি কমে যায়?

খ. ‘রক্তের এইচআইভি পরীক্ষা করে রক্ত গ্রহণ এইডস প্রতিরোধের অন্যতম উপায়’- কথাটি বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকের বিষয়গুলো পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের সমস্যাগুলো সৃষ্টির পেছনে রয়েছে নানা কারণ’- বিশ্লেষণ কর।

 

উত্তরঃ-

ক) এইডস রোগীর ওজন দুই মাসের মধ্যে শতকরা ১১ ভাগের বেশি কমে যায়।

 

খ) রক্ত গ্রহণকালে রক্তের এইচআইভি পরীক্ষা করলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আর থাকবে না।এইডস রোগে এইচআইভি ভাইরাস রক্তের মাধ্যমে একজন থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। রক্তের এইচআইভি পরীক্ষা করে যদি রক্ত গ্রহণ করা হয় তবে এই রোগ প্রতিরোধ করা সক্ষম। এইচআইভি/ এইডস এর কারণে আমাদের দেশে নিরাপদ রক্ত গ্রহণ অনেকাংশে ঝুঁকির সৃষ্টি করেছে।

 

১৯. বালাগঞ্জের মোহসেনার বিয়ে হয় বিশ্বনাথের ফারুকের সাথে। ফারুক আর তার মা, বোন মিলে মোহসেনাকে বিভিন্ন সময় মারধর করে। মোহসেনা নীরবে সব সহ্য করে। মোহসেনার দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ফারুক কন্যাদের পড়ালেখার ব্যবস্থা না করে শুধু পুত্রকে স্কুলে ভর্তি করিয়েছে। ফারুক মাঝে মধ্যে বলে মেয়েদের পড়ালেখার দরকার নেই। স্বামীর এমন অজ্ঞতায় আজ মোহসেনার সংসার ভাঙনের মুখে।

ক. কোন রোগ হলে সার্বক্ষণিক জ্বর ও ডায়রিয়া লেগে থাকে?

খ. ‘সড়ক দুর্ঘটনামুক্ত রাখার ক্ষেত্রে গাড়ি চালকের অনেক দায়িত্ব রয়েছে’- কথাটি বুঝিয়ে বল।

গ. মোহসেনা ও তার মেয়েদের জীবনে কোন ধরনের পরিস্থিতির প্রতিফলন ঘটেছে তার ব্যাখ্যা দাও।

ঘ. মোহসেনা ও তার মেয়েদের মতো অনেক নারীই উদ্দীপকে উল্লিখিত বিষয়টির শিকার- বক্তব্যটি বিশ্লেষণ কর।

 

উত্তরঃ-

ক) এইডস হলে সার্বক্ষণিক জ্বর ও ডায়রিয়া লেগে থাকে।

 

খ) সড়ককে দুর্ঘটনামুক্ত রাখতে গাড়ির চালকের অনেক দায়িত্ব রয়েছে। প্রত্যেক গাড়ির চালকেরই দায়িত্ব হচ্ছে ট্রাফিক আইন কানুন ও নিয়ম- শৃঙ্খলা মেনে অর্থাৎ সাইড, সিগন্যাল, স্পিড মেনে সতর্কভাবে গাড়ি চালানো। রাস্তায় গাড়ি বের করার পূর্বে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

 

২০. নিবেদিতা দত্ত তার বাবার সাথে একবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় বাস-ট্রাক, ট্রাক-ট্যাক্সি, ট্যাক্সি-মোটরসাইকেল ইত্যাদির মুখোমুখি সংঘর্ষে কয়েকজন মানুষের মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছে। এছাড়াও সে টেলিভিশনে এই ধরনের কয়েকটি সংঘর্ষে তার – কিছু প্রিয় ব্যক্তিত্বের মৃত্যুর খবর শুনেছে। নিবেদিতা দত্ত যানবাহনে চলা মানেই নিশ্চিত মৃত্যু মনে করে।

ক. গণসচেতনতা গড়ে তোলার কার্যকর হাতিয়ার কী?

খ. ‘নানা কারণে জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে’ বুঝিয়ে লেখো।

গ. নিবেদিতা দত্ত যে পরিস্থিতি লক্ষ করেছে পাঠ্যপুস্তকের এমন একটি পরিস্থিতির ব্যাখ্যা দাও।

ঘ. তুমি কি মনে কর নিবেদিতা দত্তের দেখা পরিস্থিতিটি নানা কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

 

উত্তরঃ-

ক) গণসচেতনতা গড়ে তোলার কার্যকর হাতিয়ার হলো গণমাধ্যম।

 

খ) বিশেষ কোনো গোষ্ঠীর রাজনৈতিক কিংবা ধর্মীয় অধিকার বা স্বার্থের কারণে গোষ্ঠীর চেতনা থেকে জঙ্গি উন্মাদনার জন্ম।দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যেও জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হতে পারে। ব্যক্তির জীবন জগৎ সম্পর্কে ধারণা কিংবা ধর্মীয় অজ্ঞতার কারণেও অনেক সময় ব্যক্তি জঙ্গিতে পরিণত হতে পারে।

 

২১.বসিরের পিতা একজন ধনাঢ্য ব্যবসায়ী। বসির নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বাবার অবর্তমানে বসির নিয়মিত স্কুলে যায় না। স্কুল থেকে পালিয়ে রাস্তার মোড়ে, কলোনি মাঠে আড্ডা দেয় এবং স্কুল ফেরত মেয়েদের সাথে অশালীন আচরণ করে। পাড়ার বখাটে ছেলেদের খপ্পড়ে পরে সে এখন বিভিন্ন নেশায় আসক্ত।

ক. আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের কারণ কী?

খ. কিশোর অপরাধ বলতে কী বোঝায়?

গ. বসিরের মতো ছেলেরা কীভাবে বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে তা ব্যাখ্যা কর।

ঘ. বসিরের পিতামাতা প্রথম থেকে সন্তানের প্রতি সচেতন হলে এ ধরনের নেশায় আক্রান্ত হওয়া থেকে তাকে রক্ষা করা যেত। তোমার মতামত দাও।

 

উত্তরঃ-

ক) আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের কারণ জঙ্গিবাদ।

 

খ) কিশোর-কিশোরী কর্তৃক সংঘটিত আইন ও সমাজবিরোধী কার্যাবলিকে কিশোর অপরাধ বলা হয়। এ অপরাধের প্রধান প্রধান লক্ষণ হলো স্কুল পালানো, শিক্ষক ও গুরুজনকে অমান্য করা, পথচারী বিশেষ করে মেয়েদের সাথে অশালীন ব্যবহার করা, উদ্দেশ্যহীনভাবে যেখানে সেখানে ঘোরাফেরা করা, জুয়া খেলা, মদ্যপান করা, খুন করা ইত্যাদি।

 

২২. মুরাদ একজন প্রাপ্তবয়স্ক মানুষ যিনি মাদক দ্রব্যের ব্যবসা করেন। পাশাপাশি তিনি আরো অনেক অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি তার এক ব্যবসায়িক সহকর্মীর সঙ্গে তিনি ভারতে কিছু নারী ও শিশুদের পাচার করার পরিকল্পনা করেন। আর এভাবেই অনেক নারী ও শিশু প্রতিবছর হারিয়ে যাচ্ছে।

ক. ইভটিজিং অর্থ কী?

খ. নারী নির্যাতনের প্রভাব কীরূপ? ব্যাখ্যা করো।

গ. মুরাদের নারী ও শিশুর প্রতি আচরণ প্রতিরোধের জন্য কী আইন রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. সমাজ কীভাবে মুরাদের আচরণ রোধ করতে পারে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

 

২৩. ঘটনা ১: গত ১৪ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ শহরে শিলমন্দিরে কথিত এক মাজার থেকে পুলিশ দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। ঘটনা ২: ঐ একই মাসে নোয়াখালীর সোনাইমুড়ি এক মাজারে খাদেমকে হত্যা করা হয়।

ক. উল্লিখিত ঘটনাগুলো সমাজের কোন বিষয়কে বুঝায়?

খ. নারীর প্রতি সহিংসতার প্রভাব বর্ণনা কর।

গ . উদ্দীপকে উল্লিখিত ঘটনা -১ সমাজে কীসের প্রতীক বহন করছে তা ব্যাখ্যা কর। ইঙ্গিত করে?

ঘ. উল্লিখিত ঘটনা দুইটির মধ্যে সমাজের কোন অবক্ষয়ের দিকটি তুলে ধরা হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে তা বিশ্লেষণ কর।

কম্পিউটারের কয়েকটি ব্যবহার লিখ