ফেসবুকে কিভাবে নির্দিষ্ট ব্যাক্তিদের জন্য একটিভ স্ট্যাটাস অফ রাখতে হয়

দেখে নিন কিভাবে ফেসবুকের ম্যাসেন্জারে নির্দিষ্ট ব্যাক্তিদের জন্য একটিভ স্ট্যাটাস অফ রাখা যায়?

সকলেই আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম।আশা করি তীব্র তাপমাত্রা থাকলেও আপনারা সুস্থ্য রয়েছেন।আমিও মহান আল্লাহর রহমতে ভালো রয়েছি।টাইটেল দেখে নিশ্চয় এতোক্ষণে বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়টা।শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেই মূল পোস্টে আমরা চলে যাবো।তাই চেষ্টা করবো স্বল্প ভাষায় স্বাবলীলভাবে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করার।এই আর্টিকেলে আমি ফেসবুকের একটা ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করবো।হয়তো অনেকেই এটা জেনে থাকেন, তবে তার সংখ্যা কম।তাই সবার মাঝে এই ট্রিক্সটার গুরুত্ব উপস্থাপনের জন্য আমাদের নিজস্ব সাইট পুরাতন ডাইরীতে লিখতে বসলাম।

ফেসবুক শব্দটির সঙ্গে পরিচিত নয় এমন জনগণ কোনো দেশেই হয়তো নেই।আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার সুবিধার্থে এখন আমরা গ্লোবাল সোসিয়াল মিডিয়া ব্যবহার করছি।তাই তো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের মতো সহজ সামাজিক যোগাযোগ ব্যবস্থা বেছে নিয়েছি।যার ফলে আজ দুনিয়াটা আমাদের কাছে ছোট মনে হচ্ছে।আজ আমরা চাইলেই সেকেন্ডের মধ্যেই একটা তথ্য সবার মাঝে খুব সহজেই স্বল্প সময়ে পৌঁছে দিতে পারি।পূর্বে চিঠির প্রচলন ছিল, যা কালের বিবর্তনে রূপান্তরিত হয়ে ফেসবুক, ম্যাসেন্জারে রূপ নিয়েছে।চাইলেই ফেসবুক কিংবা ওয়াটসঅ্যাপের চ্যাট অপশনে বার্তা প্রেরণ করা সম্ভব হচ্ছে।তাই তো আর্টিকেলটিতে ফেসবুকের একটা অংশ চ্যাট অপশনের ট্রিক্স বলে দিবো।

ফেসবুকে কিভাবে নির্দিষ্ট ব্যাক্তিদের জন্য একটিভ স্ট্যাটাস অফ রাখতে হয়

আমরা অনেক সময় ফেসবুকের চ্যাট করার সময় একটিভ স্ট্যাটাস অফ করে রাখি, যাতে অন্যরা আমাকে একটিভ না দেখতে পারে।ফলে সবাই আর সবুজ রঙের বাতি আমার প্রোফাইলে দেখে না।কিন্তু আপনি যদি একটা অপশন করতে চান যে, শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ আপনাকে একটিভ দেখবে বাকিরা অফলাইনে দেখবে।তাহলে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে।যার জন্য আপনি নির্দিষ্ট মানুষ বা ব্যাক্তিগণকে নির্বাচন করে তাদের জন্য একটিভ স্ট্যাটাস অন করে রাখতে পারবেন।তো অনেক বেশি কথা বলে ফেলছি।এবার মূল পোষ্টে চলে যাই.

তো এর জন্য প্রথমেই চলে যান ক্রোম বাউজারে, সেখানে গিয়ে থ্রী ডট অপশন ক্লিক করে ডেক্সটপ করে নিন।তারপরে গুগল করে চলে যান স্ক্রিনশটের দেওয়া ফেসবুকের অফিশিয়াল ওয়েব পেইজে।ফেসবুকে কিভাবে নির্দিষ্ট ব্যাক্তিদের জন্য একটিভ স্ট্যাটাস অফ রাখতে হয়

এখন ডান দিকে স্ক্রল করে মেসেজ অপশনের মতো জায়গায় ক্লিক করুন।আপনাদের বুঝর সুবিধায় স্ক্রিনে দেখুন নীল রঙে মার্ক করে দিয়েছি।ফেসবুকে কিভাবে নির্দিষ্ট ব্যাক্তিদের জন্য একটিভ স্ট্যাটাস অফ রাখতে হয়

এবারে চ্যাট অপশনে নিয়ে যাওয়ার পরে, চলে যান স্ক্রিনের থ্রী ডটে চাপতে।

এখন নিম্নের মতো যে পেইজটি ওপেন হবে, সেখানে থাকা মার্ক করা একটিভ স্ট্যাটাসে ক্লিক করে দিন।

নতুন পেইজটিতে নিয়ে গেলে অন ফর সাম অথবা অফ ফর সাম এই দুইটি অপশন ব্যবহার করে এডিট অপশন থেকে আপনার পছন্দ মতো ব্যক্তি নির্বাচন করে নিচের সেইভে ক্লিক করে দিন।ফেসবুকে কিভাবে নির্দিষ্ট ব্যাক্তিদের জন্য একটিভ স্ট্যাটাস অফ রাখতে হয়

আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝানো সর্বোচ্চ প্রচেষ্টা করছি।আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামতটি মন্তব্যে জানাবেন।আর নিয়মিত আমাদের সাইট ভিজিট করবেন।

কাজখুঁজি মার্কেটপ্লেস থেকে আয় করুন ঘরে বসে