নিমগাছ গল্পের সৃজনশীল প্রশ্ন

নিমগাছ গল্পের সৃজনশীল প্রশ্ন

১। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাশপল্লিতে রয়েছে নানা প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছের সমাহার। তিনি সব প্রজাতির গাছকেই সমান যত্নে বড় করে তুলেছেন। আম, কাঁঠাল, লিচু গাছকেই যতটা যত্ন করেছেন, ঠিক ততটাই যত্ন পয়েছে অর্জুন, হরীতকী, বহেরা জীবনের মতো করে গাছকে ভালোবেসে গেছেন। গাছগুলো তিনি নিজের যাবতীয় কাজের জন্য ব্যবহার করে থাকেন।

ক) বনফুলের কোথায় জন্মগ্রহণ করেন?

খ) কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন?

গ) ‘নিমগাছ’ গল্পের কবির সাথে উদ্দীপকের তুমায়ূন আহমেদের সাদৃশ্য তুলে ধর।

ঘ) উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের কতটা প্রতিনিধিত্ব করেছে? যুক্তিসহ মতামত দাও।

 

২। দীর্ঘ ১০ বছর ধরে অর্জুন গাছটার যত্ন করে আসছেন মনোয়ারা বেগম। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এসে নিয়ে যায় এর ছাল, পাতা, ডাল। মনোয়ারা বেগম তাতে ভীষণ কষ্ট পান। তবু কাউকে বাধা দেন না। গাছের ব্যথা অনুভব করে তিনি কাঁদেন। জল ঢালেন গোড়ায়। উপযুক্ত সার গোবর দিয়ে দিন দিনই মোটা করে তুলছেন গাছটাকে। মনোয়ারা বেগমের যত্নে অর্জুন গাছটা সহস্র ব্যথার মাঝেও হাসে তৃপ্তির হাসি।

ক) ‘নিমগাছ’ গল্পের লেখকের প্রকৃত নাম কী?

খ) ‘বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এক দশা।’ উদ্ধৃতিটি ব্যাখ্যা কর।

গ) উদ্দীপকের অর্জুন গাছের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের নিমগাছের তুলনামূলক আলোচনা কর।

ঘ) উদ্দীপকের আলোকে নিমগাছের অস্তিত্ব-সংকট তুলে ধরো।

 

৩। বারো বছর বয়সে বাড়ির মেজোবউ হয়ে এসেছে মৃণাল। বাড়ির উত্তর দিকে পাঁচিলের গাঁয়ে গাব গাছের নতুন পাতাগুলো রাঙা টকটকে হলে সে বুঝতে পারে ধরাতলে বসন্ত এসেছে। বিশ্বজগৎ তার ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন মৃণাল বুঝতে পারে অতি তুচ্ছ ইট- কাঠের অন্তরালেই তাকে তিলে তিলে মরতে হবে। বিয়ের পনেরটি বছর পর সে আবিষ্কার করে নিজেকে। দেখে, সংসারের প্রতিদিনকার জীবনযাত্রার মধ্যে কখন সে হারিয়ে ফেলেছে তার ব্যক্তিসত্তাকে তার কাব্যিক সত্তাকে।

ক) ‘নিমগাছ’ কী ধরনের গল্প?

খ) ‘নিমগাছটার ইচ্ছে করতে লাগাল লোকটার সঙ্গে চলে যেতে’- কেন?

গ) উদ্দীপকের মৃণালের সাথে ‘নিমগাছ’ গল্পের প্রতীকী নিমগাছের ও লক্ষ্মী বউয়ের সাদৃশ্য ব্যাখ্যা কর।

ঘ) “উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের সমগ্র ভাবকে নয়, আংশিকভাবকে উপস্থাপন করছে”- ‘নিমগাছ’ গল্পের আলোকে উক্তিটি আলোচনা কর।

 

৪। নদী কভু পান নাহি করে নিজ জল,

তরুগণ নাহি খায় নিজ নিজ ফল,

গাভি কভু নাহি করে নিজ দুগ্ধ পান,

কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অনুদান,

স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত

বংশী করে নিজ স্বরে অপরে মোহিত,

শস্য জন্মাইয়া, নাহি খায় জলধরে,

সাধুর ঐশ্বর্য শুধু পরহিত-তরে।

ক) নিমগাছের কোন অংশ চর্মরোগের মহৌষধ?

খ) নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন?

গ) উদ্দীপক ও নিমগাছ গল্পে সাদৃশ্য বর্ণনা কর?

ঘ) ‘শিকড় অনেক গভীর’- উক্তিটি দ্বারা মানবমনের অব্যক্ত দিকটি মূল্যায়ন কর।

 

৫। বাকপ্রতিবন্ধী দিপু সন্ধ্যায় আনমনে বারান্দায় বসে সামনের বাগানের সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ তার চোখ পড়ল গন্ধহীন সন্ধ্যামালতী গাছের দিকে। গাছটা ফুলে ফুলে ভরা হলেও গন্ধ নেই বলে অযত্ন আর অবহেলায় বাগানের এক কোণে তার ঠাঁই হয়েছে। কথা বলতে পারে না বলে পরিবারে দিপুর অবস্থাও সন্ধ্যামালতীর মতোই।

ক) ‘নিমগাছ’ গল্প কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

খ) কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন?

গ) ‘নিমগাছ’ গল্পের গৃহকর্ম নিপুণা লক্ষ্মীবৌটির সাথে দিপুর পার্থক্যের দিকটি আলোচনা কর।

ঘ) “উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের সমগ্র ভাবকে প্রতিনিধিত্ব করে না”- বিশ্লেষণ কর।

 

৬। বাগানে অনেকগুলো গোলাপ গাছ লাগিয়েছেন সুখেন মল্লিক। নানা রঙে বাগানের ফলগুলো দেখে অভিভূত হয়ে যায়। দেখে দুচোখ জুড়িয়ে যায় তার। গোলাপ ফল ফটে আছে বাগানে। তাঁর ছোট মেয়ে মিলা ঢাকা থেকে এসে সে ফুলের গন্ধ নিতে থাকে প্রাণ ভরে। কিন্তু সে গাছ এবং ফুলের কোনো ক্ষতি করে না।

ক) ‘নিমগাছ’ গল্পের লেখক কে?

খ) বাড়িতে নিমগাছ জন্মালে বিজ্ঞদের খুঁশি হওয়ার কারণ কারণ কী?

গ) উদ্দীপকের অনামিকার ফুল দেখে অভিভূত হওয়া ‘নিমগাছ’ গল্পের কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।

ঘ) “উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পে গাছ এবং ফুলের সৌন্দর্য মূর্ত হয়ে উঠেছে বিশ্লেষণ কর।

 

৭। জাহিদের বউ তাছলিমা সংসারের উপার্জনের জন্য পাতা দিয়ে চাটাই বুনে, রাত জেগে ধান ভানে, বিলে-ঝিঙ্গে উপার্জনেবুলে হাটে বিক্রি করে। কিন্তু জাহিদ তাছলিমার কাজের কোনো মূল্য দেয় না বরং তার উপর চালায় অকথ্য নির্যাতন। তাছলিমা জাহিদের নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যেতে চায় কিন্তু সন্তানের কথা ভেবে তাকে সংসার আঁকড়েই পড়ে থাকতে হয়।

ক) ‘নিমগাছ’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

খ) ‘এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’ কথাটি ব্যাখ্যা কর।

গ) জাহিদের বৈশিষ্ট্য ‘নিমগাছ’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

ঘ) উদ্দীপকের তাছলিমাকে কি ‘নিমগাছ’ গল্পের ‘লক্ষ্মীবউ’ বলা চলে? উত্তরের পক্ষে যুক্তি দাও।

 

৮। করিমদের বাড়ির পাশে একটি ঔষধি গাছ রয়েছে। সবাই গাছটি থেকে ছাল বাকল নিয়ে ওষুধ তৈরি করে। এতে অনেকেই অনেক উপকার পায়। কিন্তু কেউ গাছটির যত্ন নেয় না। সবাই গাছটির নিচে ময়লা-আবর্জনা ফেলে। এভাবেই অবহেলিত হতে থাকে গাছটি। এতে এই উপকারী গাছটি মরে যায়।কিন্তু তাতে করে কারও একটুও দুঃখবোধ হয় না।

ক) ‘ছাল’ শব্দের অর্থ কী?

খ) ‘গরম তেলে ভাজা’ বলতে লেখক কী বুঝিয়েছেন?

গ) উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের মূলভাবকে স্পর্শ করে কি? যুক্তিসহ বিশ্লেষণ কর।

ঘ) উদ্দীপকের ঔষধি গাছের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য দেখাও।

 

৯। প্রফেসর হাশেম সাহেব ফেসবুকে একটি পোস্ট দিলেন- আমার দশ মাসের ছেলে সুমন প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হয়েছে। আমার ছাত্র-ছাত্রীদের মধ্যে কারো বাড়িতে যদি তুলসীগাছ থাকে, তবে আগামীকাল কলেজ কিছু পাতা নিয়ে এসো। তুলসীপাতার রস পান করলে ঠান্ডা ভালো হয়ে যাবে। বাচ্চাদের ঠান্ডা ভালো হওয়ার জন্য এটি শ্রেষ্ঠ ওষুধ।

ক) ‘নিমগাছ’ গল্পের লেখক কে?

খ ) নিমগাছ কোন কোন ক্ষেত্রে বেশি উপকারী?

গ ) উদ্দীপকের প্রফেসর হাশেম সাহেবের মানসিকতার সাথে ‘নিমগাছ’ গল্পটি কতটি সাদৃশ্যপূর্ণ- ব্যাখ্যা কর।

ঘ) ‘নিমগাছ’ গল্পটি কী শ্রেণির গল্প? নিমগাছের আড়ালে অন্য কিছু বর্ণিত হয়েছে কি?

নিমগাছ গল্পের সৃজনশীল প্রশ্ন

১০। দেখা হয় নাই চক্ষু মেলিয়া

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,

একটি ধানের শিষের উপর

একটি শিশির বিন্দু।

ক) ‘নিমগাছ’ কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

খ) নিমগাছটির কবির সাথে চলে যেতে ইচ্ছে হলো কেন?

গ ) উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের যে দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা তুলে ধর।

ঘ) উদ্দীপকের ‘শিশির’ এবং ‘নিমগাছ’ গল্পের নিমগাছকে কোন বিচারে একসূত্রে গাঁথা যায় তা যুক্তিসহ উপস্থাপন কর।

 

১১। যশোর জেলার চৌগাছা উপজেলার নলডাঙা গ্রামে এক গৃহবধূকে (২৫) তিন দিন ধরে আটকে রেখে রড দিয়ে পেটানো হয়েছে। মাথার গুজব কেটে ও শরীরে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে করা হয়েছে নির্যাতন। পরে পুলিশ ঐ গৃহবধূকে যৌতুকে টাকা দিতে না পারায় তার স্বামী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। গৃহবধূ ও তার পরিবারের অভিযোগ ওই নির্যাতন করেছে।

ক) বনফুলের প্রকৃত নাম কী?

খ) নতুন লোকটা মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইলেন কেন?

গ) ‘অবহেলা, উপেক্ষা উদ্দীপকের গৃহবধূর সাথে নিমগাছ’ গল্পের গৃহবধূর বৈসাদৃশ্য নিরূপণ কর।

ঘ) এর জীবনই কণ্টকাকীর্ণ হয়ে ওঠে’ উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পের আলোকে ও নির্যাতনের আমাদের সমাজে অনৈক গৃহবধূর মন্তব্যটি যাচাই কর।

 

১২। গফুর একজন কৃষক। তার প্রিয় ষাঁড় মহেশ। সে দীর্ঘদিন ষাঁড়টিকে দিয়ে লাঙল চষেছে। এখন ষাঁড়টি বুড়ো হয়েছে। গফুর তার সাধ্যমতো ষাঁড়টির যত্ন নেয়। পরিবারের কেউ তাকে চায় না। কিন্তু গফুর নিজে না খেয়ে ষাঁড়টিকে খাওয়ায়।

ক) চর্মরোগের মহৌষধ কী?

খ) নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন?

গ) উদ্দীপকের মহেশের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তলে ধর।

ঘ) বিষয়গত দিক থেকে উদ্দীপকের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য থাকলেও মূলবক্তব্যে পার্থক্য রয়েছে- যুক্তিসহ উপস্থাপন কর।

 

১৩। রহিমা একজন কাজের মেয়ে। অন্যের সংসারে সে অনেক পরিশ্রম করে। এককথায় তার মালিকের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছে তা নয়, বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান অসীম। দীর্ঘদিন কাজ করায় আজ সে ক্লান্ত। এই শেষ বয়সে সে আর কাজ করতে পারছে না। ফলে একদিন তার মালিক তাকে চলে যেতে বলে। ক) নিমগাছের পাতাগুলো সবাই কী করছে?

খ) ‘শিকড় অনেক দূরে চলে গেছে’- কথাটি দ্বারা লেখক কী বুঝিয়েছেন?

গ) উদ্দীপকে ‘নিমগাছ’ গল্পের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।

ঘ) উক্ত বিষয়টি কী ‘নিমগাছ’ গল্পের একমাত্র উপজীব্য?- যুক্তিসহ বিশ্লেষণ কর।

 

১৪। চুল কেটে ছ্যাঁকা দিয়ে/ গৃহবধূকে নির্যাতন!গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোন্দাঘাটা গ্রামে এক গৃহবধূকে (২৫) তিন দিন ঘরে আটকে রেখে দফায় দফায় রড দিয়ে পেটানো হয়েছে। মাথার চুল কেটে ও শরীরে সিগারেটের আগুনের ছ্যাকা দিয়ে করা হয়েছে নির্যাতন। গত রোববার সন্ধ্যায় পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। গৃহবধূ ও তাঁর পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী শরিফ আল মামুন ওরফে আবু মৃধা ওই নির্যাতন করেছেন।[তথ্যসূত্র: প্রথম আলো]

ক) বনফুলের প্রকৃত নাম কী?

খ) নতুন লোকটা মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইল কেন?

গ) উদ্দীপকের গৃহবধূর সঙ্গে ‘নিমগাছ’ গল্পের গৃহবধূর বৈসাদৃশ্য নিরপণ কর।

ঘ) উপেক্ষা, অবহেলা আর নির্যাতনে আমাদের সমাজের অনেক গৃহবধূর জীবনই কণ্টকাকীর্ণ হয়ে উঠেছে- উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পের আলোকে মন্তব্যটি যাচাই কর।

 

জ্ঞানমূলক প্রশ্নোত্তরঃ-

১. নিমপাতা শরীরের কোন অংশের জন্য ভারি উপকারী?

উত্তর: নিমপাতা যকৃতের পক্ষে ভারি উপকারী।

২. নিমের কচি ডাল চিবোলে কী ভালো থাকে?

উত্তর: নিমের কচি ডাল চিবোলে দাঁত ভালো থাকে।

৩. নিমগাছের প্রশংসায় কে পঞ্চমুখ?

উত্তর: নিমগাছের প্রশংসায় কবিরাজরা পঞ্চমুখ।

৪. বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?

উত্তর: বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন।

৫. যিনি কবিতা লেখেন তাকে কী বলে?

উত্তর: যিনি কবিতা লেখেন তাকে কবি বলে।

৬. কবিরা কীসের পূজারি?

উত্তর: কবিরা সৌন্দর্যের পূজারি।

৭. বনফুলের প্রকৃত নাম কী?

উত্তর: বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।

৮. বনফুল কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: বনফুল ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।

৯. বনফুল কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: বনফুল ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন।

১০. ‘নিমগাছ’ গল্পের রচয়িতা কে?

উত্তর: ‘নিমগাছ’ গল্পের রচয়িতা বনফুল।

১১. নিমগাছের কোন অংশ মানুষ কাঁচাই চিবিয়ে খায়?

উত্তর: নিমগাছের কচি পাতা মানুষ কাঁচাই চিবিয়ে খায়।

১২. নিমের কচি পাতা কিসের সাথে খাওয়া যায়?

উত্তর: নিমের কচি পাতা বেগুনের সাথে খাওয়া যায়।

১৩. ‘নিমগাছ’ গল্পে একঝাঁক কী নেমে এসেছে?

উত্তর: ‘নিমগাছ’ গল্পে একঝাঁক নক্ষত্র নেমে এসেছে।

১৪. ‘নিমগাছ’ গল্পে লোকে নিমগাছের ছাল নিয়ে কী করে?

উত্তর: ‘নিমগাছ’ গল্পে লোকে নিমগাছের ছাল নিয়ে সিদ্ধ করে।

১৫. নিমগাছের কোন অংশ গরম তেলে ভাজা হয়?

উত্তর: নিমগাছের পাতা গরম তেলে ভাজা হয়।

১৬. চুলকানির স্থানে কী লেপন করা হয়?

উত্তর: চুলকানির স্থানে নিমপাতা পিষে লেপন করা হয়।

১৭. নিমের পাতা কোথায় পিষা হয়?

উত্তর: নিমের পাতা শিলে পিষা হয়।

১৮. কবিরাজরা কার প্রশংসায় পঞ্চমুখ?

উত্তর: কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

১৯. ‘অদৃশ্যলোক’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উত্তরঃ- ‘অদৃশ্যলোক’ গ্রন্থটি ১৯৪৭ সালে প্রকাশিত হয়।

২০. ‘নিমগাছ’ গল্পটি কোন ধরনের গল্প?

উত্তর: ‘নিমগাছ’ গল্পটি একটি প্রতীকী গল্প।

 

প্রশ্ন- নিমগাছের গুণাগুণের একটি তালিকা তৈরি কর।

উঃ- নিমগাছের গুণাগুণের একটি তালিকা নিচে তৈরি করা হলো-

ক. যেকোনো ধরনের চর্মরোগে নিমগাছের ছাল ও পাতা মহৌষধ হিসেবে কাজ করে।

খ. নিমগাছের ছাল সিদ্ধ করে সে পানিতে গোসল করলে খোসপাঁচড়া ভালো হয়।

গ. নিমগাছের পাতা শিলে পিষে বড়ি বানানো হয়। বড়ি খেলে চর্মরোগের উপকার হয়।

ঘ. নিমগাছের ডাল দিয়ে মেছওয়াক বানানো হয়। সেটা দিয়ে দাঁত মাজলে দাঁতের রক্ত পড়াসহ অন্যান্য রোগ ভালো হয়।

আমার পায়ের তলা থেকেও যেন মাটি সরে যাচ্ছে।- কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে?