Friday, December 1, 2023
Home Blog

বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজ কয়টি অবস্থান ও ভর্তি প্রক্রিয়া

বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজ কয়টি অবস্থান ও ভর্তি প্রক্রিয়া

বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজ কয়টি অবস্থান ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে প্রায়ই অনেকে গুগলে সার্চ করেন। কিন্তু ভালো তথ্য কোথাও খুঁজে পাননা তাদের জন্য এই কন্টেন্ট। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ‘ক্যাডেট কলেজ’ যেন অনন্য নাম। ক্যাডেট কলেজগুলি প্রকৃতপক্ষে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। এনসিটিবি নির্দেশিত কারিকুলাম অনুসারে উচ্চমানের শিক্ষা প্রদানের সাথে সাথে সামরিক প্রশিক্ষণ প্রদান করে সেনাবাহিনীতে যোগদানের উপযুক্ত করে গড়ে তোলার কারণে ক্যাডেট কলেজ বাংলাদেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে আলাদা।

 

বাংলাদেশে মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে যার মধ্যে ৩ টি ক্যাডেট কলেজ মেয়েদের জন্য। বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজ তিনটি হলো: 

  • জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেট,
  • ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং 
  • ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজগুলি নারী শিক্ষার্থীদেরকে ভারসাম্যপূর্ণ একাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে থাকে যা তাদের শারীরিক, নৈতিক ও সামাজিক বিকাশকে উন্নত করে। এই শিক্ষা পরবর্তীতে সুশৃঙ্খল, নিবেদিত ও আত্মত্যাগী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে এবং ভবিষ্যতের নেতৃত্বদানের ক্ষমতাকে সুদৃঢ় করে।

আজকের লেখায় আমরা জানতে চলেছি বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজ কয়টি অবস্থান ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে। কলেজের তালিকার সাথে সাথে থাকছে কলেজগুলির অবস্থান, গঠন বৈশিষ্ট্য এবং প্রবেশ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত। পাশাপাশি এই লেখায় আরো থাকছে বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, কীভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়া উচিত এবং ভর্তি হওয়ার প্রয়োজনীয় নির্দেশনা।  

বাংলাদেশের মেয়েদের ক্যাডেট কলেজের তালিকা

১. জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

অবস্থান: জয়পুরহাট।

প্রতিষ্ঠা সাল: ২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। 

আয়তন: ৫৭ একর জায়গার নিয়ে অবস্থিত।

প্রবেশ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা,মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা।

২. ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

অবস্থান: ময়মনসিংহ

প্রতিষ্ঠা সাল: ১৯৮৩ সালে বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজ হিসেবে ময়মনসিংহ গার্লস ক্যাডেট  কলেজ প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা সাল: ২৩ একর জায়গার ওপর অবস্থিত।

প্রবেশ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা,মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা।

৩. ফেনী গার্লস ক্যাডেট কলেজ

অবস্থান: ফেনী

প্রতিষ্ঠা সাল: ফেনী গার্লস ক্যাডেট কলেজ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। 

আয়তন: কলেজটি ৪৯.৫ একর জায়গার  ওপর অবস্থিত।

 প্রবেশ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা,মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা।

মেয়েদের ক্যাডেট কলেজে ভর্তির প্রস্তুতি

 ভর্তির প্রয়োজনীয় নির্দেশিকা:

১. প্রার্থীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারণ ক্যাডেট কলেজে ভর্তি শুরু হয় সপ্তম শ্রেণিতে।

২. প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

৩. শারীরিকভাবে সুস্থ ও ফিট থাকতে হবে।

৪. প্রার্থীর বয়স ভর্তি যে বছর হতে চায় সে বছরের পহেলা জানুয়ারিতে এগার থেকে সাড়ে তেরো বছরের হতে হবে।

৫. প্রার্থীর উচ্চতা ন্যুনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।

 মেয়েদের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ধারণা:

১. বছরে একবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

২. বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই চারটি বিষয়ের ওপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত মোট ৩০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে গণিতে ১০০, ইংরেজিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। *কলেজ কর্তৃপক্ষ চাইলে এই নম্বরে পরিবর্তন আনতে পারেন।

৩. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়।

৪. ইংরেজি ও বাংলা দুই মাধ্যমেই পরীক্ষা দেয়া যাবে তবে আবেদনের সময়েই উল্লেখ কর দিতে হবে কোন মাধ্যমে পরীক্ষা দিতে চায়। 

মেয়েদের ক্যাডেট কলেজ প্রস্তুতি ও পরীক্ষার পদক্ষেপ

ক্যাডেট কলেজগুলির ভিন্নধর্মী শিক্ষাব্যবস্থার কারণে এখানে ভর্তি পরীক্ষাতে প্রতিযোগিতাও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় একটু আলাদা হয়ে থাকে।এখানে মেধার সাথে সাথে শারীরিক যোগ্যতারও একটি ব্যাপার থেকে থাকে। তাই গার্লস ক্যাডেট কলেজে ভর্তি হতে চাইলে একজন নারী শিক্ষার্থীর প্রস্তুতি ও পদক্ষেপগুলো হওয়া চাই ভিন্নধর্মী। ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেয়া যায় এবং পদক্ষেপগুলো যেমন হওয়া উচিত:

১. ক্লাস সিক্সের শুরু থেকেই নিয়মিত এবং মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে।পাশাপাশি ক্যাডেট ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী  নিজেকে একটু একটু প্রস্তুত করতে হবে।

২. বাংলা ও ইংরেজি উভয় ভাষার ব্যাকরণেই ভালো দক্ষতা অর্জন করতে হবে।

৩. গণিতের বিভিন্ন সমস্যা সমাধান ও বিশ্লেষণের অনুশীলন চালিয়ে যেতে হবে।

৪. সাধারণ জ্ঞানে ভালো করার জন্য নিয়মিত পত্রিকা পড়তে হবে।

৫. একটি স্বাস্থ্যকর এবং শৃঙ্খলাবদ্ধ  জীবনব্যবস্থা মেনে চলতে হবে।

৬. বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের মাধ্যমব নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজ তালিকা নিয়ে শেষ কথা 

ক্যাডেট কলেজগুলি শুধু গুণগত একাডেমিক শিক্ষা আর মানসম্মত আবাসন সুবিধা প্রদান করে না বরং একজন শিক্ষার্থীকে কঠোর নিয়মতান্ত্রিক সামরিক পরিবেশে একজন সুযোগ্য নাগরিক ও নেতৃত্বদানকারী হিসেবে গড়ে তুলে। প্রতি বছর হাজারো শিক্ষার্থীদের স্বপ্ন থাকে ক্যাডেট কলেজের একটি আসন। প্রতি বছর ভালো ফলাফলের শিরোনামে থাকে ক্যাডেট কলেজগুলো। তাই আজকের আর্টিকেলে বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজ কয়টি অবস্থান ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বলার চেষ্টা করেছি।

মনে রাখতে হবে যে ক্যাডেট কলেজ মেধায়,যোগ্যতায়,সাহসে আর আত্মবিশ্বাসে একজন অলরাউন্ডার চায়। 

তাই কোনো নারী শিক্ষার্থী যদি বাংলাদেশের যেকোনো একটি গার্লস ক্যাডেট কলেজে নিজের অবস্থান নিশ্চিত করতে চায় তবে তাকে একাধারে হতে হবে মেধাবী, সাহসী, আত্মবিশ্বাসী, নির্ভিক ও পরিশ্রমী। এসবের সমন্বয় তাকে কর তুলবে সফলতার যোগ্য।

Easy way to Submit Website to Google News and Google Discover

Easy way to Submit Website to Google News and Google Discover

Are you thinking about Google News and  Google Discover? Dont worry. In today’s digital age, getting your website featured on platforms like Google News and Google Discover can significantly boost your online visibility and drive more traffic to your content. These platforms are powerful tools for reaching a broader audience and increasing your website’s credibility. In this guide, we’ll walk you through the steps to steps guide line Easy way to Submit Website to Google News and Google Discover.

Google News Submission:

1. Create High-Quality Content:

Before diving into the submission process, ensure your website produces high-quality, relevant, and credible news content. Google News prioritizes reputable sources, so maintaining journalistic standards is crucial.

2. Follow Google’s Content Policies:

Familiarize yourself with Google News Publisher Guidelines to ensure your content meets their criteria. This includes providing accurate information, proper attribution, and avoiding deceptive practices.

3. Set Up Google News Publisher Center:

Go to the Google News Publisher Center (news.google.com/publisher).
Sign in with your Google account.
Click on “Add Publication” and enter your website details.

4. Verify Ownership:

Google will require you to verify your ownership of the website. This can be done through various methods, such as adding a meta tag to your site’s HTML or uploading an HTML file.

5. Submit Your Site for Review:

Once verified, submit your website for review by clicking on the “Submit for Review” button in the Publisher Center. Google’s team will assess your site’s content and adherence to guidelines.

6. Wait for Approval:

The approval process may take some time. Google will notify you of the status via email. If approved, your site will start appearing in Google News.

Google Discover Submission:

1. Optimize for Mobile:

Google Discover predominantly caters to mobile users, so ensure your website is mobile-friendly. Responsive design and fast loading times are essential.

2. Create Engaging Content:

Google Discover favors visually appealing and engaging content. Use high-quality images, catchy headlines, and compelling meta descriptions to capture users’ attention.

3. Implement Structured Data:

Structured data helps Google understand your content better. Implement schema markup to provide additional information about your articles, such as the publication date, author, and featured images.

4. Focus on Evergreen Content:

Google Discover thrives on evergreen content that remains relevant over time. Create content that addresses users’ long-term interests and needs.

5. Submit Your Website to Google Search Console:

If you haven’t already, set up your website on Google Search Console (search.google.com/search-console).
Submit your sitemap to help Google index your content efficiently.

6. Wait for Inclusion:

Unlike Google News, there’s no explicit submission process for Google Discover. Once your site is optimized and indexed, Google’s algorithm will automatically consider it for inclusion in Discover.

In this article I have discussed about Easy way to Submit Website to Google News and Google Discover. Now you’ll increase the likelihood of having your website featured on Google News and Google Discover, expanding your reach and attracting a wider audience to your content. Remember to consistently produce high-quality, relevant content to maintain your presence on these platforms.

Most Searched Apps on the Play Store in 2023

Most Searched Apps on the Play Store in 2023

In the fast-paced world of technology, the Play Store remains the go-to destination for Android users seeking new and exciting mobile applications. With millions of apps available, it can be challenging to sift through the endless options. To help you navigate this digital maze, we’ve compiled a list of the most searched apps on the Play Store in 2023. These apps have caught the attention of users worldwide, offering innovative features and addressing various needs. Everyday lots of people ask to google about Most searched apps on the playstore 2023.

TikTok

TikTok’s meteoric rise in popularity continues into 2023. The app’s short-form video format, creative tools, and vast user base have made it the most searched app on the Play Store. Users flock to TikTok to create, share, and discover entertaining content, from funny sketches to viral challenges. With constant updates and new features, TikTok shows no signs of slowing down.

WhatsApp

WhatsApp, a messaging app owned by Facebook, maintains its position as a top-searched app on the Play Store. It offers secure and easy-to-use messaging, voice, and video calling features. The app’s constant efforts to enhance privacy and functionality, along with its large user base, make it a must-have for communication.

Instagram

Instagram is another social media giant that continues to dominate the Play Store searches. The platform’s focus on visual content, including photos and videos, has kept users engaged. In 2023, Instagram continues to evolve with new features like Reels, IGTV, and enhanced e-commerce options, making it a top choice for creative expression and brand promotion.

YouTube

YouTube remains the most popular video-sharing platform, with a vast library of content spanning every conceivable interest. In 2023, the app continues to offer innovative features like YouTube Shorts, designed for creating short, engaging videos. Users flock to the app to watch everything from tutorials to entertainment, music, and more.

Zoom

The Zoom app saw an unprecedented surge in popularity during the COVID-19 pandemic, and in 2023, it still ranks among the most searched apps on the Play Store. Zoom offers reliable video conferencing and collaboration tools, making it a valuable resource for remote work, online education, and staying connected with friends and family.

Snapchat

Snapchat’s unique approach to messaging, featuring disappearing photos and videos, keeps it on the radar in 2023. The app constantly introduces engaging features, including Snap Maps, AR Lenses, and Stories. Snapchat remains a top choice for users seeking a playful and interactive messaging experience.

Facebook

Facebook, the pioneer of social media, maintains a significant presence on the Play Store. The app’s extensive reach and various features, from News Feed to Groups and Marketplace, continue to draw users. In 2023, Facebook remains a hub for staying connected, sharing updates, and engaging with content.

Spotify

For music enthusiasts, Spotify is the top choice in 2023. With its vast library of songs and personalized playlists, the app offers a unique music streaming experience. From discovering new tracks to curating playlists, Spotify remains a must-have for music lovers.

Netflix

Netflix, the leading streaming platform for movies and TV shows, continues to attract users in 2023. The app’s extensive content library, original series, and user-friendly interface make it a go-to choice for entertainment seekers.

Google Maps

Google Maps remains an essential app for navigation, exploring new places, and finding local businesses. Its accuracy and constant updates keep it in the top searches on the Play Store in 2023.

Conclusion

The Play Store in 2023 showcases a diverse range of apps catering to various interests and needs. While these ten apps are the most searched, the Android ecosystem offers countless others that cater to specific preferences and requirements. With ongoing innovation and evolving user demands, the world of mobile apps will continue to thrive and offer exciting possibilities for Android users.

10 Ways to Earn Money by smartphone 2023

 

10 Ways to Earn Money by smartphone 2023

In this article we discuss about how to make money by your mobile in 2023.

In today’s digital age, our smartphones have become indispensable tools that serve various purposes beyond communication and entertainment. With the advancement of technology and the proliferation of mobile apps, it is now easier than ever to earn money through your smartphone. Whether you’re looking to make some extra cash or seeking a flexible side hustle, your handheld device can be a gateway to new opportunities. Here are 10 Ways to Earn Money by smartphone 2023.

10 Ways to Earn Money by smartphone

Participate in Online Surveys:

Companies are constantly seeking consumer opinions, and many are willing to pay for your insights. Various survey apps, such as Swagbucks, Survey Junkie, and Google Opinion Rewards, provide opportunities to share your opinions and earn money or gift cards in return.

Become a Freelancer:

If you possess marketable skills such as writing, graphic design, web development, or digital marketing, freelancing platforms like Upwork, Fiverr, and Freelancer allow you to offer your services to a global client base right from your smartphone.

Microtasking:

Apps like Amazon Mechanical Turk and TaskRabbit enable you to complete small tasks or gigs for a fee. Tasks might include data entry, transcribing audio, taking photos, or completing simple online tasks.

Sell Your Stuff Online:

Clear out your clutter and turn unwanted items into cash by using platforms like eBay, Etsy, or Facebook Marketplace. Snap a photo with your smartphone, write a compelling description, and you’re ready to start selling.

Dropshipping:

Utilize your smartphone to run a dropshipping business, where you sell products through an online store without keeping inventory. When a customer places an order, the supplier ships the product directly to them, and you make a profit on the difference.

Share Your Photos:

If you have a talent for photography, consider selling your images on stock photography websites like Shutterstock, Adobe Stock, or Alamy. Every time someone purchases your photo, you earn a royalty.

Teach or Tutor Online:

Share your expertise and knowledge by becoming an online tutor or instructor. Platforms like VIPKid, iTalki, and Skillshare offer opportunities to teach languages, academic subjects, or skills to eager learners worldwide.

Participate in the Gig Economy:

Use apps like Uber, Lyft, or DoorDash to become a rideshare driver or deliver food and groceries to customers. These gig economy opportunities can provide you with flexible earning options.

Rent Your Space:

If you have a spare room or property, consider listing it on Airbnb or Vrbo. Your smartphone can handle booking inquiries, messaging guests, and managing your listing.

Invest and Trade:

Many investment platforms now have user-friendly mobile apps, allowing you to invest in stocks, cryptocurrencies, or mutual funds. While investing carries risks, it can be a way to grow your money over time.

A few essential tips for success:

Stay organized:

Keep track of your earnings, expenses, and deadlines with productivity apps like Trello or Evernote.

Protect your data:

Use secure payment methods and be cautious of scams or phishing attempts.
Manage your time: While the flexibility of smartphone-based earning is appealing, set clear boundaries to balance work and personal life effectively.

Constantly learn and adapt:

Embrace the dynamic nature of smartphone-based earning opportunities by staying informed about new apps and trends in the market.

Remember, earning money through your smartphone requires effort, dedication, and patience. Success may not come overnight, but with determination and a willingness to explore various avenues, your smartphone can become a powerful tool for boosting your income and achieving financial goals. It was the article about 10 Ways to Earn Money by smartphone 2023

You can search other post by this tag:

  1. Earn Money Smartphone Apps
  2. Smartphone Money-Making Ideas
  3. Mobile Earning Opportunities
  4. Smartphone Side Hustles
  5. Make Money Online with Your Phone
  6. Smartphone Freelancing
  7. Mobile Surveys for Cash
  8. Smartphone Selling and Reselling
  9. Gig Economy on Your Phone
  10. Smartphone Investment and Trading

Best 5 Laptops Under 50k

Best 5 Laptops Under 50k: A Comprehensive Guide for Tech Enthusiasts

Best 5 Laptops Under 50k

Laptops have become an essential tool in our daily lives, serving as a gateway to work, entertainment, and connectivity. With numerous options available in the market, it can be overwhelming to find a high-quality laptop that fits within a budget. However, if you are looking for a laptop under 50,000 BDT, we have curated a list of the best options to ease your search. These laptops offer a balance of performance, features, and affordability, making them ideal for students, professionals, and tech enthusiasts alike.

Lenovo Ideapad S145

The Lenovo Ideapad S145 is a popular choice in the budget segment. It features a 15.6-inch HD display and is powered by an Intel Core i3 or Ryzen 3 processor, coupled with 4GB RAM and 1TB HDD storage. It offers a sleek design, decent battery life, and smooth performance for day-to-day tasks and multimedia consumption.

Acer Aspire 5

The Acer Aspire 5 is known for its excellent performance and build quality. It boasts a 15.6-inch Full HD display and is equipped with an Intel Core i5 or Ryzen 5 processor, 8GB RAM, and 1TB HDD storage. This laptop provides a seamless multitasking experience, decent graphics capabilities, and a comfortable keyboard for long typing sessions.

HP 15s

The HP 15s is a reliable laptop with a sleek design and powerful specifications. It features a 15.6-inch HD or Full HD display, an Intel Core i5 processor, 8GB RAM, and 1TB HDD storage. The laptop offers a blend of performance and portability, making it suitable for both work and entertainment purposes.

Dell Inspiron 14

The Dell Inspiron 14 is a compact and lightweight laptop that doesn’t compromise on performance. It sports a 14-inch HD or Full HD display and is equipped with an Intel Core i5 or Ryzen 5 processor, 8GB RAM, and 1TB HDD storage. The laptop excels in productivity tasks, multimedia playback, and casual gaming.

ASUS VivoBook 15

The ASUS VivoBook 15 is a feature-packed laptop that offers great value for money. It comes with a 15.6-inch Full HD display and is powered by an Intel Core i5 or Ryzen 5 processor, 8GB RAM, and 1TB HDD storage. The laptop stands out with its vibrant display, immersive audio, and ergonomic keyboard, making it suitable for both work and entertainment purposes.

If you take a laptops under 50k so Before making a final decision, consider factors like display size and resolution, processor performance, RAM capacity, storage type, and battery life. Additionally, check for additional features such as backlit keyboards, fingerprint sensors, and connectivity options to find the laptop that best suits your needs.

In conclusion, these are some of the best laptops available under 50,000 BDT in the market. Each laptop offers a unique set of features and specifications, catering to different user requirements. Whether you’re a student, professional, or casual user, these laptops provide a balance of performance, affordability, and reliability. So, choose the one that aligns with your preferences and embark on your journey with a powerful companion by your side.

ফেসবুক রিল ভাইরাল করার সহজ উপায়

ফেসবুক রিল ভিডিও ভাইরাল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবলম্বন করা উচিত। রিল ভিডিও ভাইরাল হলে আপনার ভিডিও অনেক বেশি জনপ্রিয়তা পাবে, সম্প্রতি এটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে গড়ে তুলেছে অসামান্য জনপ্রিয়তা। নিম্নে কিছু পরামর্শ দেয়া হলো যা আপনাকে ফেসবুক রিল ভিডিও ভাইরাল করতে সহায়তা করবে। এই আর্টিকেটি পড়লে আপনি ফেসবুক রিল ভাইরাল করার সহজ উপায় সম্পর্কে জানতে পারবেন।

ফেসবুক রিল ভাইরাল করার সহজ উপায়

ফেসবুক রিল ভাইরাল করার সহজ উপায়

১. মজার এবং আকর্ষনীয় কন্টেন্ট:

প্রথমত, আপনার ভিডিওটি মজার এবং আকর্ষনীয় হওয়া উচিত। মানুষের আকর্ষণ আর নিজেদের সঙ্গে একটা কানেকশন তৈরি করতে ভিডিওটি অন্যদের মধ্যে বেশি শেয়ার করতে হবে। আপনি একটি কমেডি, কোন প্রতিভা, কোন কিছুর আবিষ্কার, মজার জীবন অথবা কোনো আকর্ষণীয় ঘটনা সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন।

২. সংক্ষিপ্ত ও স্পষ্ট কন্টেন্ট:

ফেসবুক রিল ভিডিও সংক্ষিপ্ত হওয়া উচিত এবং যা স্পষ্টতা দেখায়। একটি ছোট কন্টেন্ট সাধারণত মানুষের সহজেই পছন্দ হয়। আপনি আপনার ভিডিওর টাইটেলে, বিবরণে এবং সামগ্রিকভাবে সংক্ষিপ্ত ভাবে দেওয়ার চেষ্টা করবেন।

৩. সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এবং হ্যাশট্যাগ ব্যবহার করা:

আপনি আপনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল করতে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি ব্যবহার করতে পারেন। আপনি আপনার ভিডিওটি আপনার ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ, এবং সোশ্যাল নেটওয়ার্ক গ্রুপে ভিডিওটি পোস্ট করতে পারেন। আরও ভাইরাল করার জন্য আপনি সম্ভাব্য ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলি ব্যবহার করতে পারেন।

৪. ভিডিও প্রমোশন করা:

ফেসবুকে ভাইরাল করার জন্য আপনি আপনার ভিডিওটির জন্য প্রমোশন করতে পারেন। ফেসবুকে পেজ/ পোস্ট প্রমোট করার বিভিন্ন উপায় রয়েছে, যার মধ্যে ভিডিও এবং লাইভ ভিডিও রিলেটেড প্রমোশন অপশনগুলি সহায়ক। এছাড়াও আপনি পেজ পোস্ট সম্পর্কিত আপনার টার্গেট পাবলিক কে কাস্টম করতে পারেন। ফেসবুক ভিডিও/ পোস্ট বা পেজ প্রোমোশন করতে টেলিমিডিয়া‘র সহযোগিতা নিতে পারেন।

৫. সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করা:

আপনি আপনার ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুকের পাশাপাশি অন্যান্য সামাজিক নেটওয়ার্কগুলি ব্যবহার করতে পারেন। আপনি অন্যান্য রিলেটেড পেজ বা গ্রুপ গুলি দেখতে পারেন এবং অন্যান্য মেম্বারদের সাথে আপনার ভিডিও শেয়ার করতে পারেন।

উপরের পরামর্শগুলো মেনে চললে আপনি আপনার ফেসবুক রিল ভিডিওকে ভাইরাল করতে পারেন। মনে রাখবেন,  ভাইরাল হওয়ার জন্য দীর্ঘদিন প্রয়োজন হতে পারে, তাই ধৈর্যশীল থাকুন এবং একটি স্ট্রাটেজিক প্ল্যান অনুসরণ করুন। এই আর্টিকেলে ফেসবুক রিল ভাইরাল করার সহজ উপায় গুলো সম্পর্কে ধারণা দেয়া চেষ্টা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

শুভকামনা রইলো আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য!

যেভাবে আর্টিকেলটি খুঁজে পাবেন:

ফেসবুক রিল ভাইরাল টিপস,
ফেসবুক রিল ভাইরাল করার সহজ উপায়,
ফেসবুক রিল ভিডিও প্রমোশন টিপস,
ফেসবুক রিল ভিডিও ভাইরাল হবার পরামর্শ,
ফেসবুক রিল ভাইরাল করার কীওয়ার্ড রিসার্চ,
ফেসবুক রিল ভিডিও ভাইরাল হওয়ার প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপসমূহ,
ফেসবুক রিল ভিডিও ভাইরাল করার জন্য সামাজিক মাধ্যম প্লাটফর্ম,
ফেসবুক রিল ভিডিও ভাইরাল করার সেম্প্রভ প্রমোশন করা,

Weight Loss: Tips and Strategies

Weight Loss: Tips and Strategies

Losing weight can be a challenging process, but with the right mindset, tools, and strategies, it is possible to achieve your goals and improve your overall health. Here are some tips and strategies to help you on your weight loss journey:

1. Set Realistic Goals:

It’s essential to set realistic goals when it comes to weight loss. While it may be tempting to set an ambitious goal, it’s important to remember that losing weight takes time and effort. Setting small, achievable goals can help you stay motivated and on track.

2. Exercise Regularly:

Exercise is crucial for weight loss as it burns calories and helps to build muscle. Aim for at least 30 minutes of moderate-intensity exercise, such as brisk walking, jogging, or cycling, most days of the week.

3. Eat a Healthy Diet:

Eating a healthy diet is crucial for weight loss. Focus on consuming a variety of fruits, vegetables, whole grains, lean proteins, and healthy fats. Avoid processed and high-fat foods, sugary drinks, and snacks.

4. Drink Plenty of Water:

Drinking plenty of water can help you feel full and reduce your calorie intake. Aim for at least eight glasses of water a day.

5. Track Your Progress:

Keeping track of your progress can help you stay motivated and on track. Use a food diary or weight loss app to track your food intake, exercise, and weight loss progress.

6. Get Enough Sleep:

Getting enough sleep is important for weight loss as it helps to regulate hormones that control hunger and metabolism. Aim for at least seven hours of sleep a night.

7. Seek Support:

Seek support from friends, family, or a weight loss support group. Having a support system can help you stay motivated and on track.

In conclusion,  that was the Weight Loss: Tips and Strategies for You losing weight is not easy, but with the right mindset, tools, and strategies, it is possible to achieve your goals and improve your overall health. By setting realistic goals, exercising regularly, eating a healthy diet, drinking plenty of water, tracking your progress, getting enough sleep, and seeking support, you can successfully lose weight and maintain a healthy lifestyle.

Your search query: lose weight fast, weight loss, weight lose, reduce weight, weight loss injections, fat burner, weight loss in natural way

ইনটেল নাকি রাইজেন? কোন প্রসেসর ভালো?

ইনটেল নাকি রাইজেন? কোন প্রসেসর ভালো? Intel or Ryzen processor best?

ভালো একটি কম্পিউটারের জন্য আমাদেরকে অবশ্যই ভালো প্রসেসর, ভালো মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, ইত্যাদির কম্বিনেশনে সিপিইউ তৈরি করতে হবে। আর যদি ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রেও ভালো প্রসেসর নিশ্চিত করতে হবে। তাই, আজকে আমরা কোন কম্পিউটার প্রসেসরের ভাল অর্থাৎ ইনটেল নাকি রাইজেন তা নিয়ে আলোচনা করব।

ইনটেল নাকি রাইজেন? কোন প্রসেসর ভালো?

ইনটেল নাকি রাইজেন? কোন প্রসেসর ভালো?

আমরা সিপিইউ তৈরি করার সময় প্রায় সময়ই কোন প্রসেসরটা ব্যবহার করব তা নিয়ে দ্বিধায় পড়ে যাই। বর্তমানে বাজারে অনেক ব্র্যান্ডেরই প্রসেসর পাওয়া যায়। তার মধ্যে শীর্ষে রয়েছে ইনটেল এবং AMD কোম্পানির রাইজেন সিরিজ। আমরা মুলত এ দুইটি প্রসেসরের মাঝে কোন একটিকে বাছাই করে থাকি।

প্রসেসর কেনার আগে কিছু জিনিস সম্পর্কে ভালো করে জানতে হবে। আর প্রসেসর কেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আপনি কি কাজের জন্য সিপিইউ তৈরি করবেন কিংবা ল্যাপটপ কিনবেন। কাজের ওপর ভিত্তি করেই প্রসেসর ঠিক করতে হয় কোন প্রসেসর আপনার জন্য ভালো হবে।

কোন একটি কোম্পানির প্রসেসর যে সব দিক দিয়ে ভালো হবে আবার অন্য একটি কোম্পানির প্রসেসের সব দিক দিয়ে খারাপ হবে তা কিন্তু নয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রসেসরের ক্ষেত্রে বিশেষ কিছু ফিচার থাকে।

ইন্টেল এবং রাইজন কোম্পানির প্রসেসরের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন প্রসেসর আপনার জন্য বেস্ট।

কয়েক বছর আগেও বাজারের শীর্ষে ছিল ইনটেল। কারণ AMD এর প্রসেসর প্রচুর গরম হয়ে যেত। কিন্তু রাইজেন সিরিজ এই সমস্যা থেকে বেরিয়ে এসেছে। এখন এই সিরিজ ইনটেল এর সাথে টেক্কা দিচ্ছে, অনেক ক্ষেত্রে ইনটেলকে ছাড়িয়ে গেছে। আর এজন্যই আমাদের আজ যাচাই করতে হচ্ছে ইনটেল নিব না রাইজেন প্রসেসর নিব। চলুন আমরা তুলনা করে দেখার চেষ্টা করি যে কোন প্রসেসর আপনার জন্য ভালো হবে।

দাম:

ইনটেল এবং রাইজেন সিরিজের প্রসেসর নিয়ে তুলনার ক্ষেত্রে অন্যতম একটি বিষয় হচ্ছে দাম। দেখা যায় রাইজেন সিরিজের প্রসেসরের তুলনায় ইনটেল প্রসেসের এর দাম তুলনামূলক কিছু বেশি। মনে করুন আপনি যদি ১৫ হাজার টাকা দিয়ে একটি রাইজেন প্রসেসর কিনতে পারেন। তাহলে ইন্টেলের একই স্পেসিফিকেশনের একটি প্রসেসর কিনতে গেলে আপনাকে ১৮ হাজার টাকা বা তার কিছু বেশি দিতে হবে। যদিও এখনকার সময়ে ইনটেল দাম কিছুটা কমিয়েছে। টাকার দিক বিবেচনা করলে রাইজেন এগিয়ে থাকবে।

বিজয়ী: রাইজেন প্রসেসর

গেমিং পারফরম্যান্স:

আপনি যদি চিন্তা করেন গেম খেলার জন্য একটি পিসি বানাবেন। তাহলে ইনটেল প্রসেসর ভালো হবে। কারণ ইনটেল এর প্রসেসর গেম খেলার জন্য রাইজেন থেকে ভালো পারফরম্যান্স দিবে। গেম খেলার ক্ষেত্রে সিঙ্গেল কোর বেটার পারফরম্যান্স দিবে। আর যেহেতু ইনটেল এর প্রসেসর সিঙ্গেল কোর অন্যদিকে রাইজেন প্রসেসর মাল্টিকোর হওয়ায় আপনি ইনটেল প্রসেসর নিলে অধিক স্মুথ পিসি পারফরম্যান্স পাবেন।

বিজয়ী: ইনটেল প্রসেসর

ভিডিও এডিটিং:

আপনি যদি মূলত ভিডিও এডিটিং এর কাজ করতে চান তাহলে আপনার জন্য রাইজেন প্রসেসর ভালো হবে। কারণ, রাইজেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ইনটেল থেকে অনেকটাই এগিয়ে, ইনটেল প্রসেসর এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। কিন্তু ইনটেল এর সমসাময়িক প্রসেসরগুলো এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এসেছে। যদি ইনটেল নিতে চান তবে লাস্ট জেনারেশন এর প্রসেসর নিতে পারেন।

বিজয়ী: রাইজেন প্রসেসর

ব্যাসিক ইউজার:

ব্যাসিক কাজ করার জন্য যারা পিসি নিবেন, তাদের জন্য যেকোন প্রসেসরই ভালো পারফরম্যান্স দিতে পারবে। অর্থাৎ, রাইজেন কিনবা ইন্টেল, আপনি যেটা চান নিতে পারেন। কারণ এক্ষেত্রে দুইটা প্রসেসরেরই ভাল।

এক্ষেত্রে প্রসেসর বাছাইয়ের সময় প্রসেসরের দাম এবং প্রসেসরের সাথে আনুষঙ্গিক অন্যান্য হার্ডওয়্যার যেমন মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, র‍্যাম, রম ইত্যাদির দাম বিবেচনা করে আপনার জন্য যেটি সুবিধা হয় সেই প্রসেসরটি নিতে পারেন।

বিজয়ী: ড্র

ল্যাপটপ কিংবা কম্পিউটার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেখা যায় যে আমাদের দিনের অনেকটা সময় পার হয়ে যায় ল্যাপটপ কিংবা কম্পিউটার এর সামনে বসে। একটি ভালো মানের কম্পিউটার আমাদের কাজকে যেমন অনেক সহজ এবং স্মুথ করতে পারে ঠিক তেমনি আপনার কম্পিউটারটি যদি ভালো না হয় তাহলে এটি আমাদেরকে অনেক ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। আর পিসির পারফরম্যান্স অনেকাংশে নির্ভর করে তার প্রসেসর পাওয়ার এর উপর। তাই, প্রসেসর নেওয়ার সমিয় অবশ্যই আপনার কাজের সাথে মিল রেখে বাছাই করতে হবে।

কোন প্রসেসর ভালো হবে এই প্রশ্নের উত্তরে এক বাক্যে বলা যায়, ইনটেল প্রসেসর গেম খেলার জন্য ভাল আবার রাইজেন প্রসেসর ভিডিও এডিটিং এর জন্য ভালো হবে। তাই, কোন কাজে ব্যবহার করবেন তার উপর ভিত্তি করে এখন আপনিই সিদ্ধান্ত নিন কোন প্রসেসর আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কোনটা আপনার নেওয়া উচিত।

Search querry: ভালো প্রসেসর, ইনটেল প্রসেসর, রাইজেন প্রসেসর, এএমডি প্রসেসর, কোন প্রসেসর ভালো, ভালো মানের প্রসেসর, সেরা প্রসেসর, AMD processor, Ryzen processor, Intel processor, Best processor, Top processor, Intel, Ryzen, Intel processor, Ryzen processor, Best processor 2023

টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায়

বর্তমান সময়ে টিকটক হচ্ছে সারাবিশ্বে খুবই জনপ্রিয় একটি অ্যাপস। তাছাড়া গুগল প্লেস্টোরে সর্বাধিক ডাউনলোডকৃত অ্যাপের মধ্যে টিকটক রয়েছে শীর্ষে। টিকটক অ্যাপ এর মাধ্যমে দারুন সব ভিডিও বানানো যায় এবং সেগুলো বন্ধুদের মাঝে শেয়ার করা যায়। আজকের আর্টিকেলে টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায়

যার টিকটক আইডিতে যত বেশি ফলোয়ার রয়েছে তার টিকটক আইডির মূল্য ততবেশি। অনেকে কিভাবে টিকটক আইডিতে ফলোয়ার বাড়ানো যায় সেই সম্পর্কে জানতে চান। আপনারা এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন টিকটকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় বা টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় গুলো কি কি?

টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায়

আপনার যদি একটি টিকটক আইডি থেকে থাকে এবং টিকটক আইডিতে যদি ফলোয়ার বাড়তে না থাকে তখন অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কেননা অনেকেই যথেষ্ট পরিশ্রম করার পরও ভিডিও বানিয়ে টার্গেটেট ফলোয়ার পায়না। যার কারণে অনেকেই হতাশ হয়ে পড়ে। তাই আজকের পোস্টে টিকটকে ফলোয়ার বাড়ানোর দারুন কিছু উপায় বলা হবে। যে উপায়গুলো অবলম্বন করার মাধ্যমে খুব সহজেই টিকটকে ফলোয়ার বাড়িয়ে নেওয়া যাবেঃ-

১. ইউনিক ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে

অনেক টিকটকার রয়েছেন যারা এই ভুলটা করে থাকেন। তারা অনেকেই অন্যের টিকটক ভিডিও গুলো ফলো করে সেই অনুযায়ী ভিডিও বানিয়ে থাকেন। যার ফলে মানুষ একই ভিডিও বারবার দেখতে চায় না।

যার ফলে আপনার টিকটক ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা কমে যায় এবং লাইক পাওয়ার সম্ভাবনাও কমে যায়। কেননা আপনার টিকটক ভিডিওটি যদি ভাইরাল না হয় তাহলে কোন ভাবেই ফলোয়ার আসবেনা।

তাই অবশ্যই টিকটকে সকল সময় ইউনিক ভিডিও ছাড়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ এমন কোন ভিডিও ছাড়বেন যেই ভিডিওগুলো মানুষের উপকারে আসবে এবং এই ভিডিওগুলো অন্য ভিডিও গুলো থেকে আলাদা। তাহলে অবশ্যই টিকটক প্রোফাইলে ফলোয়ার বাড়বে।

২. সিডিউল অনুযায়ী ভিডিও পাবলিশ করতে হবে

অনেক টিকটকার রয়েছেন যারা দিনে বিশটা টিকটক ভিডিও আপলোড করে থাকেন এবং পরের দশ দিনে আর কোনো ভিডিও আপলোড করেন না। এটা হচ্ছে নতুন টিকটকারদের একটি মারাত্মক ভুল।

আপনাকে অবশ্যই ভিডিও আপলোডের দিকে মনোযোগী হতে হবে এবং সিডিউল অনুযায়ী আপনার টিকটক প্রোফাইলে ভিডিও আপলোড করতে হবে। এতে করে আপনার যারা ফলোয়ার রয়েছে তারা আপনার ভিডিও ছাড়ার সময় সম্পর্কে অবহিত থাকবে এবং ভিডিওগুলো দেখে লাইক দিবে। তাছাড়া আপনি যদি নিয়মিত নির্দিষ্ট সময় পরপর ভিডিও আপলোড করতে থাকেন তাহলে টিকটকের কাছেও আপনার টিকটক আইডিটির মূল্য বাড়বে।

যার ফলে ভিডিওটি আরো বেশি মানুষের কাছে যাবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এভাবে খুব সহজেই টিকটক আইডিতে ফলোয়ার আনা যাবে।

৩. ফলোয়ারের পছন্দ অনুযায়ী ভিডিও ছাড়তে হবে

ধরুন, আপনার টিকটক আইডি তে এক হাজারের বেশি ফলোয়ার রয়েছে। আপনি কোন নতুন ভিডিও ছাড়লে তারা আপনার ভিডিও গুলোতে লাইক দেয় এবং কমেন্ট করে।

তাছাড়া এদের মধ্যে আরও অনেক ফলোয়ার রয়েছে যারা আপনাকে নতুন কোন টপিক নিয়ে ভিডিও বানাতে বলবে। তাই আপনি চাইলে এই সকল ফলোয়াড়দের রুচি অনুযায়ী ভিডিও বানাতে পারেন।

টুইটারে ফলোয়ার বাড়ানোর উপায়: ৫টি সহজ পদ্ধতি

এতে করে সেই ফলোয়ার আপনার আইডিতে আরো অনেক ফলোয়ার নিয়ে আসবে। তাছাড়া আপনার ভিডিওতে যখন কোন ফলোয়ার একটি লাইক দিবে তখন সেটি আরও ১০ জনের কাছে যাবে। এভাবেই আস্তে আস্তে ভিডিওর র‌্যাঙ্ক বাড়বে এবং ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর ফলে টিকটক আইডিতে ফলোয়ার বৃদ্ধি পাবে।
আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন তারা টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে জানতে পেরেছেন। তার পরেও যদি কোনো বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের পোস্টের নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবো।

ভালো মানের রাউটার কোনটি? সেরা ৫টি রাউটার । Best routers Bangladesh

ভালো মানের রাউটার কোনটি? সেরা ৫টি রাউটার । Best routers Bangladesh

আপনি কখনো চিন্তা করেছেন কি যে কোন কোম্পানির রাউটার সবচেয়ে ভালো, ভালো মানের রাউটার কোনটি অথবা রাউটার কেনার আগে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হয়।

বর্তমানে ওয়াইফাই যেন আমাদের জীবনে অক্সিজেনের মতো হয়ে উঠেছে। আর এই ওয়াইফাই এর সুবিধা নিতে গেলে তো আমাদের একটি রাউটার লাগবেই। আর রাউটার কেনার আগে কিছু জিনিস দেখে নেওয়া উচিত। কারণ আপনি যদি ভালো মানের রাউটার না ব্যবহার করেন তাহলে ইন্টারনেট স্পিড কম পাবেন, নেট ড্রপ করার মতো সমস্যা হবে এবং সর্বোপরি ওয়াইফাই ব্যবহার করাই আপনার কাছে বিরক্তিকর হয়ে যাবে।

বাজারে অনেক কোম্পানিরই রাউটার রয়েছে। যেমনঃ ASUS, Tp-Link, TENDA, D LINK, NETGEAR, XIAOMI, AMAZON, ইত্যাদি। এত এত কোম্পানির রাউটার রয়েছে তার মধ্যে আপনি কোনটি কিনবেন, ভালো রাউটার কোনটি তা নিয়ে শঙ্কায় পড়ে যেতে পারেন। তবে চিন্তার কিছু নেই। আমি আপনাকে একটি ভালো মানের রাউটার কিভাবে বাছাই করবেন তা শিখিয়ে দেবো এবং বিস্তারিত উল্লেখ করব এবং বর্তমানে সবচেয়ে ভালো রাউটার কোনগুলো রয়েছে তা জানাবো ইনশাআল্লাহ।

চলুন তাহলে আজকে জেনে নেই একটি রাউটার কেনার আগে কোন কোন বিষয়গুলো যাচাই করবেন এবং একটি ভাল মানের রাউটারে কি কি স্পেসিফিকেশন থাকে এবং বর্তমানে ভালো মানের রাউটার কোনটি।

ভালো রাউটার কেনার সময় কি কি দেখতে হবে?

রাউটার কেনার আগে আপনাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে এবং দেখতে হবে। যেমনঃ

রাউটার ডুয়েল ব্যান্ডের হলে আপনি ভালো স্পিড পাবেন,

ট্রান্সমিশন স্পিড চেক করে নিতে হবে,

MU-MIMO সাপোর্ট করে কিনা দেখতে হবে।

MU-MIMO সাপোর্টেড রাউটার আপনি বাসায় ব্যবহার করলে সব ব্যবহারকারী সমান ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন। আর MU-MIMO সাপোর্টেড না হলে ওয়াইফাই দিয়ে যারা ভিডিও দেখবেন তারা বেশি স্পিড পাবে আর অন্যরা তুলনামুলক কম স্পিড পাবে।

ভালো মানের রাউটার কোনটি | সেরা ৫টি রাউটারভালো মানের রাউটার Best router Bangladesh

উপরোক্ত বিষয়গুলো, কভারেজ এরিয়া ইত্যাদির উপর ইত্যাদির উপর নির্ভর করে ৪০০০ টাকার মাঝে বাজারে যে সবচেয়ে ভালো রাউটার কোনগুলো আছে সেগুলো এক নজরে দেখে নিনঃ

১. TP-LINK ARCHER C6

TP-LINK ARCHER C6

স্পেসিফিকেশন:

  • ব্যান্ডউইথঃ ডুয়াল ব্যান্ড (2.4 GHz – 300Mbps ও 5.0 GHz – 867 Mbps)
  • MU-MIMO: সাপোর্টেড
  • ওয়াইফাই রেঞ্জঃ ৪ এন্টেনা | ২০০০ বর্গফুট
দামঃ ৩৫০০+

এটি অনেক টেকসই একটি রাউটার। এই রাউটার ব্যবহার করলে আপনি একটি স্টেবল কানেকশন পাবেন। আপনার বাসায় যদি মেম্বার বেশি হয় এবং সবাই যদি ভিডিও ট্রিমিং করে বা গেমার হয় তাহলে আপনি এই রাউটারটি নিতে পারেন।

২. TENDA AC21

TENDA AC21

স্পেসিফিকেশন:

  • ব্যান্ডউইথঃ ডুয়াল ব্যান্ড (2.4 GHz – 300Mbps ও 5.0 GHz – 1733 Mbps)
  • MU-MIMO: সাপোর্টেড
  • ওয়াইফাই রেঞ্জঃ ৬ এন্টেনা | ৩০০০ বর্গফুট
দামঃ ৩৬০০+

এই রাউটারের স্পিড অন্যান্য রাউটার থেকে অনেক বেশি। আপনাদের বাসার ব্যাবহারকারীরা ইউটিউব বা ফেসবুকে ভিডিও বেশি দেখলে অথবা ব্রাউজিং বেশি করলে তাদের জন্য এটি একটি পারফেক্ট প্যাকেজ।

৩.  NETGEAR R6120

NETGEAR R6120

স্পেসিফিকেশন:

  • ব্যান্ডউইথঃ ডুয়াল ব্যান্ড (2.4 GHz – 300Mbps ও 5.0 GHz – 867 Mbps)
  • MU-MIMO: সাপোর্টেড নয়
  • ওয়াইফাই রেঞ্জঃ ২ এন্টেনা | ১৫০০ বর্গফুট
দামঃ ৩৪০০

এই রাউটারের কভারেজ এরিয়া অন্য রাউটার থেকে অনেক কম। আপনার বাসা যদি বড় হয় তাহলে এটি এই রাউটার উপেক্ষা করতে পারেন। তবে আপনি যদি গেমার হন এবং বাসায় একাই ব্যবহার করেন তাহলে চোখ বন্ধ করে এ রাউটারটি নিতে পারেন।

৪. TP-LINK ARCHER C60

TP-LINK ARCHER C60

স্পেসিফিকেশন:

  • ব্যান্ডউইথঃ ডুয়াল ব্যান্ড (2.4 GHz  – 300Mbps ও 5 GHz – 867 Mbps)
  • MU-MIMO: সাপোর্টেড
  • ওয়াইফাই রেঞ্জঃ ৫ এন্টেনা | ২০০০ বর্গফুট
দামঃ ৩২০০+

টিপি লিংক এর আর্চার সিরিজের রাউটার গুলো অনেক ফাস্ট এবং স্মুথ কাজ করে। আর এখন টিপি লিংকের এডভান্সড এপ রয়েছে যার মাধ্যমে আপনি অফিস কিংবা গ্রামে থেকেও আপনার বাসার রাউটার ম্যানেজ করতে পারবেন।

৫. TP-LINK DECO E4

TP-LINK DECO E4

স্পেসিফিকেশন:

  • ব্যান্ডউইথঃ ডুয়াল ব্যান্ড (2.4 GHz  – 300Mbps ও 5 GHz – 867 Mbps)
  • MU-MIMO: সাপোর্টেড
  • ওয়াইফাই রেঞ্জঃ ২০০০ বর্গফুট
দামঃ ৩৮০০+

এই রাউটারটির ক্ষেত্রে একটি মাত্র রাউটার ব্যবহার করে আপনি তেমন সুবিধা পাবেন না। আপনি যদি মেশ নেটওয়ার্ক আকারে ব্যবহার করতে পারেন তাহলে অনেক সুবিধা পাবেন।

মনে করুন, আপনার তিন তলা একটি বাসা রয়েছে এবং আপনি পুরো বাসাটি একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবেন। তাহলে আপনি এই রাউটারটি ব্যবহার করতে পারেন। তখন আপনি এই মডেলের অনেকগুলো রাউটার কিনে বাসায় সেট করে নিবেন। একটি রাউটারে কানেকশন দিয়ে বাকিগুলোকে আপনি রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সব ব্যবহারকারী সমান স্পিড পাবে।

আশা করি, এখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ভালো মানের রাউটার কোনটি এবং আপনার জন্য কোন রাউটার বেস্ট হবে, কোনটি আপনার প্রয়োজন মেটাতে পারবে।

এছাড়াও যদি কোন তথ্য জানার থাকে তবে অবশ্যই পোস্টের নিচে কমেন্ট করে জানাবেন।

Search querry: Router, best router, top router, TP link, tenda, NetGear