স্বপ্নের খুলি
মোঃ মামুন মিয়া
এ শহরের অলি-গলি
উড়ে চলে স্বপ্নের খুলি
শীর্ণ দেহে কুঁজো পিঠে চলছে ভিখারি
ভ্রান্ত বিলাসে পুলকিত নর
চন্দ্রালোকে কাষ্ঠ ঠোঁটে নিশি জাগে রমণী।
কর্ণফুলীর বিষে মিশে যায় ঝঞ্জাট
কোলাহলে মহানন্দে পাগলের প্রলাপ
আধুবিকতার শুদ্ধ ছোয়ায়
যুগলের প্রেম ভাসে গোধুলী ভাটায়।
অটোম্যানের উর্বর মস্তিষ্কে ঘোল খায়
ওড়নায় সোসাইটি যায় যায়
অর্ধ-উলঙ্গে পাহার নাচে
সমুদ্র জলরাশি ভার লয়ে বয়ে যায়।
কাল আসে কাল যায়
কালে কালে কালো রূপ শোভা পায়
বিশুদ্ধ জ্ঞানের সংশয়ে ঝিমানি
ক্ষত হয়ে উড়ে যায় স্বপ্নের খুলি।