বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি? ক্যাডেট কলেজের লিস্ট-২০২২

বাংলাদেশের ক্যাডেট কলেজ কয়টি? ক্যাডেট কলেজ লিস্ট দেখে নিন এই পোস্টে। আপনি কি জানেন বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি? এসএসসি পরীক্ষার্থীরা রেজাল্ট হওয়ার আগে থেকেই কোন কলেজে ভর্তি হবে এটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। কারণ আমরা সকলেই চাই ভালো কলেজে ভর্তি হতে। সেই সাথে নেওয়া হয় কত প্রস্তুতি। আমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি হতে চাই তাদের অবশ্যই জানা উচিত বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি? বা ক্যাডেট কলেজ লিস্ট সম্পর্কে। বাংলাদেশ ক্যাডেট কলেজ লিস্ট সম্পর্কে জানা থাকলে আপনি অনেক উপকৃত হবেন।

আপনি যদি জানেন বাংলাদেশের কোথায় কোথায় ক্যাডেট কলেজ রয়েছে। তাহলে আপনি আপনার অবস্থান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন কোন ক্যাডেট কলেজটি আপনার জন্য সুবিধাজনক। কলেজের সুবিধা ও অসুবিধা সম্পর্কে সচেতন হতে পারবেন। ভর্তি পরীক্ষা দেওয়ার আগে সেই কলেজের আগের প্রশ্নপত্র সম্পর্কে ধারণা নিতে পারবেন। মোটকথা বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি? বা ক্যাডেট কলেজ লিস্ট সম্পর্কে জানা থাকলে আপনি কোন কলেজে ভর্তি হওয়া জন্য উপযুক্ত তা নির্বাচন করতে পারবেন। 

আপনাদের সুবিধার্থে, আমি আজকে আলোচনা করব বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি? এবং ক্যাডেট কলেজ লিস্ট সম্পর্কে। আরো আলোচনা করব ক্যাডেট কলেজ সম্পর্কে বেসিক বিষয় নিয়ে। ক্যাডেট কলেজ লিস্ট সম্পর্কে জানতে আমাদের আজকের পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। 

ক্যাডেট কলেজ কি?

বাংলাদেশ সামরিক বাহিনী পরিচালিত বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজ বলে পরিচিত। বাংলাদেশে ১৯৫৮ সাল থেকে সামরিক বাহিনী কর্তৃক ক্যাডেট কলেজ পরিচালিত হয়ে আসছে। এ ধরনের কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বাংলাদেশ সামরিক বাহিনীতে যোগ্য কর্মকর্তা তৈরি করা। তবে সর্বপ্রথম সামরিক বাহিনী কর্তৃক ক্যাডেট কলেজ পরিচালনা করেন বিসমার্ক জার্মনিতে। অর্থাৎ সর্বপ্রথম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় জার্মানিতে। পরবর্তীতে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন নোপোলিয়ান ফ্রান্সে। আর সর্বশেষে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় পাকিস্তান এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে। অর্থাৎ, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই এই শিক্ষা কার্যক্রম চলে আসছে। 

ক্যাডেট কলেজের সাথে আদর্শগত কিছু সামঞ্জস্য রয়েছে ইংল্যান্ডের পাবলিক স্কুলগুলোর। তবে শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ক্যাডেট কলেজ। এই দুটি দেশই ক্যাডেট কলেজ গুলোর নামীয় শিক্ষা বজায় রাখে চলছে। বাংলাদেশ এবং পাকিস্তানে সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্যাডেট বলে পরিচিত। আমরা ক্যাডেট কলেজগুলোকে সাধারণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল বুঝলেও সাধারণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলোকে ক্যাডেট কলেজ বলা যাবে না। 

ক্যাডেট কলেজে লেখাপড়া করতে পারলে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ এর আশা করতে পারি। এই প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করলে সেনাবাহিনীতে যোগদান করা সহজ হয়। ক্যাডেট কলেজ গুলোতে লেখাপড়া করানোও হয় উন্নত মানের শিক্ষক দ্বারা।

বাংলাদেশের ক্যাডেট কলেজ লিস্ট

ক্যাডেট কলেজ সম্পর্কে একটি প্রশ্ন প্রায়ই আমাদের চোখের সামনে ভাসে সেটি হলো বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি? আরেকটি প্রশ্ন বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজ আছে কি না? আজকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিবো। বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ ১২ টি। আর বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজ আছে ৩ টি। সেগুলো হলো: ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। বাংলাদেশের সর্বপ্রথম ক্যাডেট কলেজ হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ। যেটি চট্টগ্রামে অবস্থিত।

বাংলাদেশের ক্যাডেট কলেজ গুলোর অবস্থান

ক্যাডেট কলেজ লিস্ট জানার পর বুঝতে পারবেন কোন কলেজ কোথায় অবস্থিত। কলেজগুলো আপনার অবস্থান থেকে কত দূর। কলেজগুলো কত বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে এবং এর প্রাপ্তি সম্পর্কে। আপনাকে ভর্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে কলেজগুলো সম্পর্কে ধারণা আপনাকে অনেকাংশে সহায়তা করবে।

নিচে দেওয়া হলো ক্যাডেট কলেজ লিস্ট: 

ফৌজদারহাট ক্যাডেট কলেজ

    • অবস্থান:ফৌজদারহাট, চট্টগ্রাম।
    • প্রতিষ্ঠিত: ১৯৫৮ সাল।
    • আয়তন: ১৮৫ একর।

ঝিনাইদহ ক্যাডেট কলেজ

    • অবস্থান: ঝিনাইদহ
    • প্রতিষ্ঠিত: ১৯৬৩ সাল।
    •  আয়তন: ১১০ একর।

মির্জাপুর ক্যাডেট কলেজ

    • অবস্থান: টাঙ্গাইল
    • প্রতিষ্ঠিত: ১৯৬৩ সাল।
    • আয়তন: ৯৫ একর।

রাজশাহী ক্যাডেট কলেজ

    • অবস্থান: রাজশাহী।
    • প্রতিষ্ঠিত: ১৯৬৬ সাল।
    • আয়তন: ১১০ একর।

সিলেট ক্যাডেট কলেজ

    • অবস্থান: সিলেট
    • প্রতিষ্ঠিত: ১৯৭৮ সাল।
    • আয়তন: ৫২.৩৭ একর।

রংপুর ক্যাডেট কলেজ

    • অবস্থান: রংপুর
    • প্রতিষ্ঠিত: ১৯৭৯ সাল।
    • আয়তন: ৩৬.৭৫ একর।

বরিশাল ক্যাডেট কলেজ

    • অবস্থান: বরিশাল
    • প্রতিষ্ঠিত: ১৯৮১ সাল
    • আয়তন: ৫০.৩৪ একর

পাবনা ক্যাডেট কলেজ

    • অবস্থান: পাবনা
    • প্রতিষ্ঠিত: ১৯৮১ সাল
    • আয়তন: ৩৮.২৫৫ একর

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

    • অবস্থান: ময়মনসিংহ
    • প্রতিষ্ঠিত: ১৯৮২ সাল
    • আয়তন: ২৭.৩৭ একর

কুমিল্লা ক্যাডেট কলেজ

    • অবস্থান: কুমিল্লা
    • প্রতিষ্ঠিত: ১৯৮৩ সাল
    • আয়তন: ৫২ একর

ফেনী গার্লস ক্যাডেট কলেজ

    • অবস্থান: ফেনী
    • প্রতিষ্ঠিত: ২০০৫ সাল
    • আয়তন: ৪৭.৫৯ একর

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

    • অবস্থান: জয়পুরহাট
    • প্রতিষ্ঠিত: ২০০৪ সাল
    • আয়তন: ৫৭ একর

পরিশেষে

আমাদের আজকের পোস্ট ‘বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি? ক্যাডেট কলেজ লিস্ট’ পড়ার পর নিশ্চয়ই আপনি উপকৃত হয়েছেন। আজকের পোস্টটি পড়ে আপনি জানতে পেরেছেন বাংলাদেশের 12 টি ক্যাডেট কলেজের নাম, অবস্থান এবং প্রতিষ্ঠিত হওয়ার সাল। বাংলাদেশের মহিলা ক্যাডেট কলেজগুলোর নামও জানতে পেরেছেন। আরো জানতে পেরেছেন, ক্যাডেট কলেজ সম্পর্কে বেসিক কিছু ধারণা। আশাকরি আজকের পোস্টটি পড়ে আপনি সঠিক কলেজ নির্বাচন করতে পারবেন। যদি পোস্টটি পড়ার পর আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং পোস্টটি আপনাদের সহপাঠীদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিবেন।

আরও পড়ুনঃ বাংলাদেশের ১০টি সেরা কলেজ-২০২২।