তুমি নেই
মোঃ মামুন মিয়া
দেহের অবসন্নতায় চোখ বুজেছি
তুমি নেই, তুমি নেই
মনের অবসন্নতায় থাই গ্লাসে হৃদয় ভেঙ্গেছি
তবুও তুমি নেই।
লোহার মরিচীকায় তোমার নামের আদি অক্ষর লিখেছি
বেলকনিতে পড়ে থাকা জলন্ত আগুনেও আমার বোধোদয় হয়নি।
তবুও তুমি নেই।
তেল চিটচিটে বালিশের কভার
চিকেদের মহামিলনের কিচিরমিচির
সাতটা বাচ্চায় বাসা বাঁধে টেবিলের খাতায়
তবুও তুমি নেই।